নয়াদিল্লি: আরজে মাহভাশ (RJ Mahvash) এবং যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। আইপিএলের মাঠ থেকে কাউন্টি ক্রিকেটের মাঝে ব্রিটেনের রাস্তায় ভ্রমণ, বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। তবে এর মাঝেই মাহভাশের বিরুদ্ধে বহু নেটিজেন অভিযোগ করেছেন তিনি ধনশ্রী বর্মার থেকে চাহালকে 'চুরি' করেছেন। এই প্রসঙ্গেই 'প্রতারণা' নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মাহভাশ যা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
মাহভাশ নিজের সোশ্যাল মিডিয়ায় প্রতারণার সংজ্ঞা নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে একটি লম্বা নোটও লেখেন তিনি। তাতে লেখা, 'সম্পর্কে থেকে এসব করাটা প্রতারণা। এমন লোকজন নিজেই নিজেকে শাস্তি দেয়। ওদের ছেড়ে দেয় ওরা নিজেরাই ডিপ্রেশনে মরবে। তোমায় যদি কেউ প্রতারিত করে তাহলে প্রতারকের জন্য দুঃখিত হও, কারণ সে জানে না যে সত্যিকারের ভালবাসা খুঁজলেই পাওয়া যায় না। পৃথিবীতে বেঁচে থাকার কারণই তো সকলের মধ্যে ভালবাসা ছড়িয়ে দেওয়া। ওরা পরের, তারপরের জনকেও প্রতারিত করবে। ঈশ্বর যখন লাল পতাকার ইঙ্গিত দেখাচ্ছে, তখন সেটা বুঝতে হবে। এক্ষেত্রে ক্ষমার তো কোনও প্রশ্নই আসে না।'
এই পোস্টের জবাবেই এক নেটিজেন কমেন্ট করেন, 'কারুর স্বামী চুরি করাটা? প্রতারণা।' মাহভাশও সঙ্গে সঙ্গে জবাব দেন, 'আমি তো চুরি করিনি, তাই আমি এই বিষয়টা ঠিক জানি না, তবে হ্যাঁ, কারুর বর চুরি করাটাও প্রতারণা।'
প্রসঙ্গত, আর জে মাহভাশ সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগ টি ১০ টুর্নামেন্টে একটি দলের অংশীদারিত্ব কিনেছেন। তিনি সহ-মালিক হয়েছেন। এই প্রথমবার মাহভাশ কোনও ক্রিকেট লিগে বিনিয়োগ করেছেন। তিনি লিগের অফিসিয়াল পেজের সঙ্গে শেয়ার করা পোস্টে এই তথ্য দিয়েছেন। যদিও তাঁর দলের নাম কী, তা এখনও পর্যন্ত জানা যায়নি। জানিয়ে রাখা যাক, চ্যাম্পিয়ন্স লিগ টি ১০-এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অনেক বড় খেলোয়াড় অংশ নেবেন। তাঁদের সঙ্গে অনেক তরুণ খেলোয়াড়কেও এই লিগে খেলতে দেখা যাবে। লিগটি ২২ অগাস্ট থেকে ২৪ অগাস্টের মধ্যে মোট ৮টি দলের মধ্যে অনুষ্ঠিত হবে।