দুবাই: কয়েক ঘণ্টার মধ্যেই ডিগবাজি। নাগপুর টেস্ট জয়ের পর টেস্টের ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছিল ভারতীয় দল। আইসিসির তরফেই যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানেই এক নম্বর স্থান দখল করেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। কিন্তু তার কয়েকঘণ্টা পরেই আচমকা ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে নামিয়ে দেওয়া হল ভারতকে। অস্ট্রেলিয়াকে ফের শীর্ষস্থানেই রেখেছে আইসিসি। 


আইসিসির তরফে জানানো হয়েছে যে কিছু প্রযুক্তিগত সমস্যার জন্যই ক্রমতালিকায় ভারত শীর্ষে পৌঁছে গিয়েছিল। নতুন যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে ১২৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ১২৬ রেটিং নিয়ে তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া। যদিও পয়েন্টের নিরিখে অজিরা ৩৬৬৮ পয়েন্ট যেখানে ঝুলিতে পুরেছে, সেখানে ভারত ৩৬৯০ পয়েন্ট ঝুলিতে পুরেছে। তবে এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।


টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় জয় হরমনপ্রীতদের


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। ৬ উইকেটে জয় পেল হরমনপ্রীত (Harmanpreet Kaur) বাহিনী। প্রথম ম্যাচে পাকিস্তানকেও হারিয়ে দিয়েছিল ভারত। এদিনের জয়ের সঙ্গে সঙ্গে টানা দ্বিতীয় জয় এবারের টুর্নামেন্টে ছিনিয়ে নিল ভারত। ম্যাচের সেরা হয়েছেন দীপ্তি শর্মা।


মাত্র ১১৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এদিন একাদশে ফিরেছিলেন স্মৃতি মন্ধানা। কিন্তু বড় ইনিংস খেলতে পারলেন না তিনি এদিন। মাত্র ১০ রান করে ফেরেন তিনি। শেফালি ভার্মা ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। আগের ম্যাচে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেললেও এদিন মাত্র ১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন জেমিমা রডরিগেজ।


এরপরই হরমনপ্রীত ও রিচা ঘোষ মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ৪২ বলে ৩৩ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় দলের ক্যাপ্টেন। তবে রিচা আগের দিনের মতই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি ৪৪ রানে অপরাজিত থাকেন। ৩২ বলের ইনিংসে ৫ টি বাউন্ডারি হাঁকান রিচা। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দল।


এর আগে, এর আগে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন স্তেফানি টেলর। এদিন চোট সারিয়ে দলে ফিরলেন স্মৃতি মন্ধানা। ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারেই পূজা ভাস্ত্রাকারের বলে আউট হয়ে প্যাাভিলিয়নে ফেরেন হিলি ম্যাথিউজ। এরপরই স্তেফানি টেলর ও কেম্পবেলে মিলে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই পার্টনারশিপ ভাঙেন দীপ্তি। পরপর কেম্পবেলে ও টেলরকে প্যাভিলিয়নের রাস্তা দেখান ২৫ বছরের এই অলরাউন্ডার। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ শিবির। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বোর্ডে মাত্র ১১৮ রানই তুলতে পারে ক্যারিবিয়ানরা।