ঢাকা: হঠাৎ করেই তৃতীয় দিনের শেষে কিছুটা চাপ বেড়ে গিয়েছে। মাত্র ১৪৫ রান তাড়া করতে নেমে দিনের শেষে ৪৫ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট খুঁইয়েছে ভারত। তবে তারকা ভারতীয় পেসার মহম্মদ সিরাজ মনে করেন চতুর্থ দিনে একজন ভারতীয় ব্যাটার যদি ক্রিজে সেট হয়ে যান তবেই ম্যাচ জিতে যাবে টিম ইন্ডিয়া। উল্লেখ্য, চতুর্থ দিনে ১০০ রান আরও দরকার ভারতের ম্যাচ জিততে। কিন্তু এরমধ্যেই টপ অর্ডারের চার সেরা ব্যাটার শুভমন গিল, কে এল রাহুল, বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা প্যাভিলিয়নে ফিরেছেন। 


কী বলছেন সিরাজ?


দিনের শেষে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে মহম্মদ সিরাজ বলেন, ''আমার মনে হয় আমাদের বেশি চিন্তা করা উচিত নয়। আমাদের চারটে উইকেট পড়ে গিয়েছে ঠিকই, কিন্তু যদি একজন ব্যাটার ক্রিজে সেট হয়ে যায়, তবেই কিন্তু আমরা ম্যাচ জিতে যাব। অক্ষর ভাল ব্যাট করছে।''


তিনি আরও বলছেন, "হ্যাঁ, আমরা দ্রুত ৪ উইকেট হারিয়েছি। কিন্তু অক্ষর দারুণ ব্যাট করছে। এছাড়াও এখনও ঋষভ ও শ্রেয়স রয়েছে ব্যাটিং লাইন আপে। তাই আমাদের বেশি চিন্তা করা উচিত নয়।''


গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ৭ রান বোর্ডে তুলে নেয় বাংলাদেশ। এদিন ব্যাট করতে নেমে শান্তর উইকেট হারায় বাংলাদেশ। যদিও প্রথম টেস্টের শতরানকারী জাকির হাসান অর্ধশতরান করেন। যদিও ৫১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। উমেশ যাদব তুলে নেন জাকির হাসানের উইকেট। লোয়ার অর্ডারে ৭৩ রানের ইনিংস খেলেন লিটন দাস।  নিজের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকান তিনি। নুরুল হাসান ৩১ ও তাসকিন আহমেদ ৩১ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২৩১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। 


১৪৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দিনের শেষে ৪৫ রানের বিনিময়ে ৪ উইকেট খুঁইয়ে ফেলেছে ভারতীয় দল। একে একে প্যাভিলিয়নে ফিরেছেন ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডার। অধিনায়ক কে এল রাহুল ২ রান করে ফেরেন। শুভমন গিল ৭ রান করেন। ৬ রান করেন চেতেশ্বর পূজারা। ২২ বলে ১ রান করে আউট হন বিরাট কোহলি। অক্ষর পটেল ২৬ রান করে ব্যাট করছেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের মেহদি হাসান মিরাজ ৩ উইকেট তুলে নিয়েছেন।