মুম্বই: চার ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফি শেষেই ১৭ মার্চ থেকে শুরু হবে ভারত অস্ট্রেলিয়ার (India vs Australia ODI series) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। রবিবার, ১৯ ফেব্রুয়ারিই সেই সিরিজের জন্য ভারতীয় দল (Team India) ঘোষণা করল নির্বাচক কমিটি। এই সিরিজে ভারতীয় ওয়ান ডে দলে প্রত্যাবর্তন ঘটালেন কেএল রাহুল।


নেতৃত্বে হার্দিক


নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে দলে রোহিত শর্মা, বিরাট কোহলিরা থাকলেও ছিলেন না কেএল রাহুল। এই সিরিজের জন্য অবশ্য তাঁকে দলে রাখা হয়েছে। তবে প্রথম ম্যাচে মুম্বইতে অধিনায়ক রোহিত শর্মা মাঠে নামতে পারবেন না।  বোর্ডের তরফে জানানো হয়েছে পারিবারিক প্রয়োজনে পাশে থাকতেই এই ম্য়াচ খেলতে পারবেন না রোহিত। তাঁর বদলে প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya)। 


 






 


উনাদকাটের প্রত্যাবর্তন


অবশ্য রাহুল দলে ফিরলেও সম্ভবত দুরন্ত ছন্দে থাকা শুভমন গিলকেই রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যাবে। তবে রঞ্জিতে দুরন্ত ছন্দে থাকা সরফরাজ খান কিন্তু এবারেও ব্রাত্যই রয়ে গেলেন। তিনি এবারেও ভারতীয় দলে সুযোগ পাননি। তবে সদ্য দ্বিতীয় বারের জন্য দলকে নেতৃত্ব দিয়ে রঞ্জি জেতানো জয়দেব উনাদকাট ভারতীয় সাদা বলের ক্রিকেটে ফিরলেন। ভারতের হয়ে সাত ওয়ান ডে ম্যাচ খেললেও, ১০ বছর আগে ২১ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার ভারতীয় সীমিত ওভারের দলে হয়ে মাঠে নেমেছিলেন ৩১ বছর বয়সি উনাদকাট। তিনি আবারও সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে মাঠে নামেন কি না, সেটাই দেখার।


তবে উল্লেখযোগ্য বিষয় হল টেস্ট দল তো বটেই, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজেও কিন্তু ভারতীয় স্কোয়াডে যশপ্রীত বুমরার নাম নেই। সম্ভবত আইপিএলেই তিনি মাঠে ফিরবেন। ১৭ মার্চ মুম্বই, ১৯ মার্চ বিশাখাপত্তনম ও ২২ মার্চ চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে খেলবে ভারতীয় দল।


আরও পড়ুন: শততম টেস্টে প্রতিপক্ষের কাছ থেকে বিশেষ উপহার পেলেন পূজারা