India vs New Zealand 1st Test Live: ৫০ ওভারে নিউজ়িল্যান্ডের স্কোর ১৮০/৩, ভারতের চেয়ে ১৩৪ রানে এগিয়ে কিউয়িরা, লাইভ আপডেট

India vs New Zealand 1st Test day 2: আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজও বেঙ্গালুরুতে গোটা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকার পূর্বাভাস রয়েছে।

ABP Ananda Last Updated: 17 Oct 2024 05:52 PM
IND vs NZ Live Score: দ্বিতীয় দিনের শেষে ৫০ ওভারে নিউজ়িল্যান্ডের স্কোর ১৮০/৩

দ্বিতীয় দিনের শেষে ৫০ ওভারে নিউজ়িল্যান্ডের স্কোর ১৮০/৩। ক্রিজে রবীন্দ্র (২২ রান) ও ডারিল মিচেল (১৪ রান)। ভারতের চেয়ে ১৩৪ রানে এগিয়ে কিউয়িরা।

India vs New Zealand Live: ৪৭ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৭৪/৩

৪৭ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৭৪/৩। ক্রিজে রয়েছেন রাচিন (২১) ও ডারিল মিচেল (৯ রান)।

IND vs NZ Live: ৯১ রান করে অশ্বিনের বলে বোল্ড কনওয়ে

৯১ রান করে অশ্বিনের বলে বোল্ড কনওয়ে। নিউজ়িল্যান্ডের স্কোর ১৫৪/৩। 

India vs New Zealand Live Score: ৩৩ রান করে জাডেজার বলে ফিরলেন ইয়ং

৩৩ রান করে জাডেজার বলে ফিরলেন ইয়ং। ৮৯ রানে ক্রিজে কনওয়ে। নিউজ়িল্যান্ডের স্কোর ১৪২/২। ভারতের চেয়ে ৯৬ রানে এগিয়ে।

IND vs NZ Live Score: ২৮ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১০৭/১

একশো পেরিয়ে গেল নিউজ়িল্যান্ড। ২৮ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১০৭/১।

IND vs NZ Live Score: ২২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৮৩/১

২২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৮৩/১। ৬২ রান করে ক্রিজে ডেভন কনওয়ে।

IND vs NZ 1st Test Live Updates: ম্যাচের রাশ নিউজ়িল্যান্ডের হাতে

প্রথম সেশনে নিয়েছিল ছয় উইকেট। দ্বিতীয় সেশনে চা বিরতিতে কনওয়ের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে নিউজ়িল্যান্ড ইতিমধ্যেই ভারতের থেকে ৩৬ রানে এগিয়ে গিয়েছেন। কিউয়িদের বর্তমান স্কোর ৮২/১।

IND vs NZ 1st Test Live: অবশেষে সাফল্য

প্রথমবার সাফল্য আসেনি। তবে দ্বিতীয়বার এল। কুলদীপ যাদবের বলে টম ল্যাথামকে প্রাথমিকভাবে আম্পায়ার আউট না দিলেও, ডিআরএস নিয়ে সাফল্য় পেল ভারত। ১৫ রানে এলবিডব্লু আউট হন ল্যাথাম। 

IND vs NZ 1st Test Live Updates: কনওয়ের হাফসেঞ্চুরি

মাত্র ৫৪ বলে অনবদ্য এক হাফসেঞ্চুরি পূরণ করলেন ডেভন কনওয়ে। তড়তড়িয়ে এগোচ্ছে নিউজ়িল্যান্ডের রান। ১৭ ওভার শেষে কিউয়িদের স্কোর বিনা উইকেটে ৬৭ রান। 

IND vs NZ 1st Test Live: লিডে নিউজ়িল্যান্ড

বিনা উইকেটেই ভারতের প্রথম ইনিংসের রান পার করে ফেলল নিউজ়িল্যান্ড। দুরন্ত ছন্দে দুই কিউয়ি ওপেনার। কনওয়ে ৩৭ ও ল্যাথাম ১১ রানে ব্যাট করছেন।

IND vs NZ 1st Test Live Updates: চাপ বাড়ছে ভারতের

ভারতীয় ব্যাটাররা যেখানে রান করতে হাবুডুবু খাচ্ছিলেন, সেখানে কিউয়ি ওপেনাররা পাঁচ ওভারেই বিনা উইকেটে ২২ রান তুলে ফেললেন বোর্ডে। ভারতের যে চাপ বাড়ছে, তা বলাই বাহুল্য।

IND vs NZ 1st Test Live: লজ্জাজনক ব্য়াটিং

ইনিংস শেষ। হেনরির বলে দুরন্ত ক্যাচ নিয়ে কুলদীপকে আউট করলেন ব্রেসওয়েল। ৪৬ রানেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়ার ইনিংস। হেনরি নিলেন পাঁচ উইকেট

IND vs NZ 1st Test Live Updates: এবার ঋষভ

এবার ঋষভ পন্থও সাজঘরে ফিরলেন চার নম্বর সাফল্য পেলেন ম্যাট হেনরি। ঋষভ একাই খানিক লড়ছিলেন। তিনিও ২০ রানে সাজঘরে ফিরলেন। 

IND vs NZ 1st Test Live: লাঞ্চের পর প্রথম বলেই সাফল্য

লাঞ্চের পর প্রথম বলেই উইকেট পেলে হেনরি। এবার আউট অশ্বিন। ৫০ রানও করতে পারবে তো ভারত?

IND vs NZ 1st Test Live Updates: পরপর দুই ওভারে দুই সাফল্য

তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ভারতীয় ব্যাটিং। কেএল রাহুল ও রবীন্দ্র জাডেজা, উভয়েই শূন্য রানে আউট হলেন। ৩৪ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলল ভারত। জাজেজার আউটের সঙ্গে সঙ্গেই লাঞ্চও ঘোষণা করা হল। 

IND vs NZ 1st Test Live: আউট জয়সওয়াল

৬৩ বল খেলে ১৩ রান কর প্যাভিলিয়নে ফিরলেন যশস্বী জয়সওয়াল। ও রুরকির বলে ক্যাচ আউট হলেন তিনি। দুরন্ত ক্য়াচ লুফে নিলেন আজাজ পটেল। ভারতের স্কোর ৩১/৪।

IND vs NZ 1st Test Live: এগোচ্ছ ভারতীয় ইনিংস

ধীরে ধীরে এগোচ্ছে ভারতীয় ইনিংস। তিন উইকেটে ভারতের স্কোর ২৯ রান। 

IND vs NZ 1st Test Live Updates: বৃষ্টিতে ফের স্থগিত খেলা

মাত্র ১২.৪ ওভারই খেলা হল। এরপর ফের বৃষ্টি বাধা হয়ে দাঁড়াল প্রথম টেস্টের দ্বিতীয় দিনে। ভারতের স্কোর ১৩/৩।

IND vs NZ 1st Test Live: একের পর এক

এবার সাফল্য পেলেন ম্যাট হেনরি। শূন্য রানে ফিরলেন সরফরাজ খান। ১০ রানেই তিন উইকেট হারিয়ে ফেলল ভারত।  

IND vs NZ 1st Test Live Updates: শূ্ন্য রানে আউট কোহলি

খাতাই খুলতে পারলেন না বিরাট কোহলি। উইলিয়াম ও'রুর্ক ফেরালেন কোহলিকে। নয় রানেই দ্বিতীয় উইকেট হারাল ভারত। 

IND vs NZ 1st Test Live: ভারতের প্রথম ধাক্কা

সাউদির বল মাত্র দুই রানে সাজঘরে ফিরলেন রোহিত শর্মা। নয় রানে প্রথম উইকেট হারাল ভারত।  

IND vs NZ 1st Test Live Updates: ভারতীয় দলে তিন স্পিনার

তিন স্পিনার নিয়ে মাঠে নামছে ভারত। আকাশ দীপের আগে কুলদীপ যাদব সুযোগ পেলেন একাদশে। শুভমন গিলও ১০০ শতাংশ ফিট নন, তাই সরফরাজ খান একাদশে সুযোগ পেয়েছেন বলে জানান রোহিত শর্মা।

IND vs NZ 1st Test Live: টস জিতল ভারত

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। 

IND vs NZ 1st Test Live Updates: এগিয়ে এল খেলার সময়

প্রথম দিন খেলা ভেস্তে যাওয়ার পর আম্পায়াররা দ্বিতীয় দিনের খেলা শুরুর সময় ১৫ এগিয়ে আনা হয়েছে। যতটা সম্ভব নষ্ট সময় যাতে পুনরুদ্ধার করা যায়, সেই কারণেই এই সিদ্ধান্ত। 

প্রেক্ষাপট

বেঙ্গালুরু: পূর্বাভাস আগে থেকেই ছিল, সেই পূর্বাভাস মতোই বুধবার বেঙ্গালুরুতে কার্যত আকাশ ভেঙে নামে ঝমঝমিয়ে বৃষ্টি। সেই বৃষ্টির জেরে এক বলও খেলা তো দূর, ম্যাচের টস করা পর্যন্ত সম্ভব হয়নি। ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের (IND vs NZ 1st Test) দ্বিতীয় দিনেও কি একইরকম পরিস্থিতি হবে? কেমন থাকবে 'গার্ডেন সিটি'র আবহাওয়া? 


AccuWeather-র রিপোর্ট ক্রিকেটপ্রেমীদের খুব একটা কিন্তু স্বস্তি দেবে না। এই রিপোর্ট অনুযায়ী, ম্যাচ শুরুর সময়কালে মাত্র ১৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিন যত গড়াবে ততই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ১০টার দিকে ১৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনাটাই বেড়ে দাঁড়াবে ৪৪ শতাংশ। বেলা ১২ টার দিকে সেই সম্ভাবনাটা ৫১ শতাংশ। দুপুরের দিকে ১টা নাগাদ সেটা খানিক কমে ৩৮ শতাংশ রয়েছে। তবে বিকেলে আবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিষয়টা হল দ্বিতীয় দিনের খেলা হয়তো প্রথম দিনের মতো সম্পূর্ণ ভেস্তে যাবে না। কিন্তু বারংবার বৃষ্টির জেরে ম্যাচে বিঘ্ন ঘটার পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর আকাশ তো গোটা দিনভরই মেঘলা থাকার পূর্বাভাস। 


এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। ম্যাচে খেলা কী সম্ভব হবে আদৌ? সময়ই দেবে এর জবাব। আপাতত অপেক্ষা আর আশা করা ছাড়া আর কোনও বিকল্প নেই। তবে প্রথম দিনের যে পরিমাণ সময় ভেস্তে গিয়েছে, তা যাতে খানিকটা হলেও উদ্ধার করা যায়, তার জন্য কিন্তু আম্পায়াররা ইতিমধ্যেই দিনের খেলা শুরুর সময়ে বদল এনেছেন।


আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন যে ম্যাচ প্রাথমিকভাবে ৯.৩০টায় শুরু হওয়ার কথা থাকলেও, তা ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী ৯.১৫ থেকে শুরু হতে চলেছে ২২ গজের দ্বৈরথ। সব ঠিকঠাক থাকলে সকাল ৮.৪৫ নাগাদ ম্যাচের টস আয়োজিত হওয়ার কথা। 


নতুন সময় অনুযায়ী সকাল ৯.১৫ থেকে ১১.৩০টা পর্যন্ত প্রথম সেশন আয়োজিত হওয়ার কথা। ১২.১০ থেকে দুপুর ২.২৫ পর্যন্ত চলবে দ্বিতীয় সেশন। তারপর চা পানের বিরতি। শেষ সেশন শুরু হবে দুপুর ২.৪৫ চলবে বিকেল ৪.৪৫ পর্যন্ত। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.