বেঙ্গালুরু: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs NZ 1st Test) টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিল ভারত। সেই সিদ্ধান্ত যে একেবারেই লাভদায়ক তা বলাই বাহুল্য। শুরুতেই বিরাট বিপাকে টিম ইন্ডিয়া। ৫০ রানের গণ্ডিও পার করতে পারেনি, তার আগেই ছয় উইকেট হারিয়ে ফেলেছে রোহিত বাহিনী। লাঞ্চে ভারতের স্কোর ৩৪ রানের বিনিময়ে ছয় উইকেট। উইলিয়াম ও রুর্ক (William O'Rourke) তিনটি, ম্যাট হেনরি দুই ও টিম সাউদি একটি উইকেট নেন। 


এদিন মেঘলা আকাশে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতের গত টেস্ট ম্যাচের থেকে এই টেস্টের একাদশে দুই বদল ঘটানো হয়। শুভমন গিল ও আকাশ দীপের বদলে একাদশে সুযোগ পান সরফরাজ খান ও কুলদীপ যাদব। তিন স্পিনার নিয়েই মাঠে নামার সিদ্ধান্তের জেরে দুর্ভাগ্যবশত বাদ পড়তে হয় আকাশ দীপকে। আর শুভমনের ঘাড় ও কাঁধে ব্যথার একাধিক রিপোর্ট সামনে আসছিল। সেই মতোই রোহিত জানান শুভমন ১০০ শতাংশ ফিট নন। সেই কারণেই এই টেস্ট ম্যাচের জন্য তাঁকে বাদ পড়তে হয়েছে।


তবে এরপর ব্যাটে নেমে ভারতীয় দল যে খেলাটা খেলল, টিম ইন্ডিয়াকে শেষ কবে ঘরের মাঠে এমন খেলতে দেখা গিয়েছে, তা রীতিমতো দুর্বিন দিয়ে খুঁজতে হবে। ১৪ বছর পর ভারতীয় দল ১০ রানে তিন উইকেট হারাল। অই নিয়ে ঘরের মাঠে ভারত মাত্র তৃতীয় বার ১০ বা তাঁর কম রানে টেস্টে তিন উইকেট হারাল। ঘটনাক্রমে, প্রতিবারই কিন্তু বিপক্ষের নাম নিউজ়িল্যান্ড।


কিউয়ি ফাস্ট বোলাদের দাপটে একে একে সাজঘরে ফেরেন রোহিত, বিরাট, সরফরাজরা। বিরাট, সরফরাজ, রাহুল ও রবীন্দ্র জাডেজা, চার ভারতীয় ব্যাটার তো খাতাই খুলতে পারেননি। এখন ভারতের আশা ভরসা অনেকটাই ঋষভ পন্থের ওপর নির্ভরশীল। অশ্বিনের ব্যাটে নামার কথা এরপর। প্রথম সেশনে ও রুর্কের স্যুইং এবং বাউন্স সামলাতে নাজেহাল হতে হয়েছে ভারতকে, দ্বিতীয় সেশনে সেই চ্যালেঞ্জ পন্থর সামলাতে পারবেন? অশ্বিন ও পন্থ, এই দুই তারকা ভারতীয় ইনিংসকে উদ্ধার করতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয় হতে চলেছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: খাতাই খুলতে পারলেন না চার ভারতীয়, লাঞ্চে মাত্র ৩৪ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছে টিম ইন্ডিয়া