মুম্বই: সদ্যই অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্ট ম্যাচে পরাজিত করে বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) নিজেদের দখলে রাখতেই সক্ষম হয়েছে ভারতীয় দল (Indian cricket team)। দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সিরিজের শেষ দুই টেস্টের জন্য দল ঘোষণা করে দেওয়া হল।


দলে রাহুল, নেই ময়ঙ্ক


প্রথম দুই টেস্টে চূড়ান্ত হতাশাজনক পারফর্ম করলেও, দলে আবারও সুযোগ পেলেন কেএল রাহুল। রাহুল সিরিজের দুই টেস্টের তিন ইনিংসে যথাক্রমে ২০, ১৭ ও ১ রান করেন। ধারাবাহিকভাবে ব্যর্থতার পর একাদশ এবং দল থেকেও তাঁকে বাদ দেওয়ার জোরাল দাবি উঠেছে। তিনি তৃতীয় টেস্ট ম্য়াচের একাদশ থেকে বাদ পড়বেন কি না, সেটা সময়ই বলবে, তবে শেষ দুই ম্যাচের জন্য অন্তত স্কোয়াডে তাঁকে রাখা হল।  তবে রঞ্জি ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের হয়ে দ্বিশতরান হাঁকিয়েও সুযোগ পেলেন না রাহুলের বন্ধু ময়ঙ্ক অগ্রবাল। ভারতীয় স্কোয়াড জায়গা পাননি মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে আগুনে ফর্মে থাকা সরফরাজ খানও।


বাকি দুই টেস্টের দলে নেই যশব্রীত বুমরার নামও।  প্রথম দুই টেস্টে যে যশপ্রীত বুমরা খেলবেন না, তা ভারতীয় অধিনায়ক রোহিত আগেই জানিয়েছিলেন। শেষ দুই টেস্টেও বুমরার খেলা নিয়ে যথেষ্ট সংশয় ছিলই। সেই জল্পনাই সত্যি হল। ভারত-অস্ট্রেলিয়ার শেষ দুই টেস্টেও স্কোয়াডে বুমরার নাম নেই। অবশ্য দ্বিতীয় টেস্টের আগে রঞ্জি ফাইনাল খেলার জন্য জয়দেব উনাদকাট ছেড়ে দেওয়া হলেও, তিনি আবারও দলে ফিরছেন। শেষ দুই টেস্টে দলে রয়েছেন তিনি।


 






 


সহ-অধিনায়কহীন দল


১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত ইনদওরে তৃতীয় এবং ৯ থেকে ১৩ মার্চ পর্যন্ত আমদাবাদে চতুর্থ ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ আয়োজিত হবে। এই দুই ম্যাচের একটি জিতলে এবং একটি ড্র করলেই ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা কার্যত নিশ্চিত। উল্লেখযোগ্য বিষয় হল শেষ দুই টেস্টের জন্য রাহুল দলে সুযোগ পেলেও, বিসিসিআইয়ের ঘোষণায় তাঁর পাশে সহ-অধিনায়কের তকমা নেই।


আরও পড়ুন: শততম টেস্টে প্রতিপক্ষের কাছ থেকে বিশেষ উপহার পেলেন পূজারা