মুম্বই: মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলতে দেখা যাবে সূর্যকুমার যাদবকে। টি-টোয়ন্টি ফর্ম্য়াটে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুম্বই ক্রিকেট অ্য়াসোসিয়েশনকে জানিয়েছেন যে মুস্তাকে মুম্বইয়ের হয়ে খেলতে নামবেন তিনি। বোনের বিয়ের জন্য লিগ পর্যায়ে মুম্বইয়ের ম্য়াচগুলোতে খেলতে পারেননি সূর্যকুমার। তবে এবার তিনি ফিরছেন। আগামী ৩ ডিসেম্বর সার্ভিসেস ও ৫ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে লিগে নিজেদের শেষ দুটো ম্য়াচ খেলবে মুম্বই। সেই ম্য়াচেই দেখা যাবে সূর্যকুমারকে। সোমবার ২ ডিসেম্বরই দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।
Suryakumar Yadav: মুস্তাক আলি ট্রফিতে খেলবেন সূর্যকুমার, লিগে মুম্বইয়ের শেষ ২ ম্য়াচে মাঠে নামবেন
ABP Ananda
Updated at:
01 Dec 2024 06:17 PM (IST)
Edited By: Goutam Roy
Syed Mustaq Ali Trophy: আগামী ৩ ডিসেম্বর সার্ভিসেস ও ৫ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে লিগে নিজেদের শেষ দুটো ম্য়াচ খেলবে মুম্বই। সেই ম্য়াচেই দেখা যাবে সূর্যকুমারকে।
সূর্যকুমার যাদব (ছবি এবিপি আনন্দ)
NEXT
PREV
ক্রিকেট (cricket) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
01 Dec 2024 06:06 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -