মুম্বই: মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলতে দেখা যাবে সূর্যকুমার যাদবকে। টি-টোয়ন্টি ফর্ম্য়াটে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুম্বই ক্রিকেট অ্য়াসোসিয়েশনকে জানিয়েছেন যে মুস্তাকে মুম্বইয়ের হয়ে খেলতে নামবেন তিনি। বোনের বিয়ের জন্য লিগ পর্যায়ে মুম্বইয়ের ম্য়াচগুলোতে খেলতে পারেননি সূর্যকুমার। তবে এবার তিনি ফিরছেন। আগামী ৩ ডিসেম্বর সার্ভিসেস ও ৫ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে লিগে নিজেদের শেষ দুটো ম্য়াচ খেলবে মুম্বই। সেই ম্য়াচেই দেখা যাবে সূর্যকুমারকে। সোমবার ২ ডিসেম্বরই দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।


যদি সূূর্যকুমার দলে ফেরেন, সেক্ষেত্রে ব্য়াটিং পজিশন কেমন হয়, তা দেখার। প্রথম চারটি পজিশন ছিল পৃথ্বী শ, অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার ও অজিঙ্ক রাহানে। সেক্ষেত্রে ব্যাটিং পজিশনে পাঁচ নম্বরে হয়ত নামবেন সূর্যকুমার।


ভারতীয় দলে প্রথম চারে খেলতে নামবেন সূর্য। মুস্তাকে শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই খেলতে নামবেন সূর্য। টুর্নামেন্টে শ্রেয়স আইয়ার তিন নম্বরে খেলতে নামছেন। অন্যদিকে ফর্মে থাকা রাহানে চার নম্বরে খেলছেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সূত্র জানিয়েছেন, ''সূর্য দলের স্বার্থে যে কোনও পজিশনে ব্যাট করতে রাজি। ও নিজের জায়গা ছেড়েও দিয়েছে এর আগেও। ও মাঠে নামতে, খেলতে খুবই ভালবাসে।''


এদিকে মুস্তাকে জয়ের সরণিতে ফিরলেন সুদীপ ঘরামিরা। মেঘালয়কে কার্যত একপেশে এক ম্যাচে উড়িয়ে দিল বাংলা। ৪৯ বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল বাংলা। দলের হয়ে অনবদ্য হাফসেঞ্চুরি হাঁকিয়ে জয়ের পথ সুগম করেন অভিষেক পোড়েল। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ১২৭ রান তুলে নিয়েছিল মেঘালয়ে। রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা। তবে বাংলার জন্য কিছুটা চিন্তার হতে পারে মহম্মদ শামির পারফরম্য়ান্স। নিজের চার ওভারের স্পেলে ১৬ রান খরচ করলেও কোনও উইকেট তিনি পাননি।


ভারতীয় ক্রিকেট বোর্ড জাতীয় দলে ডেকে পাঠানোর আগে শামির ফিটনেস নিয়ে নিশ্চিত হতে চেয়েছে। সেই কারণে বাংলার জার্সিতে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টেও খেলছেন তিনি।


আর সেই টুর্নামেন্ট খেলতে গিয়েই কি নতুন করে চোট পেলেন শামি? শুক্রবার নিরঞ্জন শাহ স্টেডিয়ামে মধ্য প্রদেশের বিরুদ্ধে ম্যাচে বাংলার ফাস্টবোলার শামির পিঠে সমস্যা দেখা গিয়েছিল। ইনিংসের শেষ ওভার বল করার সময় শামি একটি বল আটকাতে গিয়ে পড়ে যান। পড়ে যাওয়ার পরেই তাঁকে বেশ অস্বস্তিতে দেখিয়েছে। পিঠ চেপে ধরেছিলেন শামি। এরপর মাঠের মধ্যেই মহম্মদ শামিকে পরীক্ষা করা হয়। তাঁর শুশ্রুষা শুরু হয়। শামি অবশ্য উঠে দাঁড়িয়ে নিজের ওভারটি শেষ করেছিলেন। যদিও তাঁর চোট নিয়ে অনেকেই উদ্বিগ্ন ছিলেন।