ডমিনিকা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট (IND vs WI 1st Test) ম্যাচ খেলতে নেমে পড়বে ভারতীয় দল। ডমিনিকায় ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচ খেলবে। তার আগে জোরকদমে চলছে দুই দলের অনুশীলন। বিসিসিআই শেয়ার করা এক ভিডিওতে ভারতীয় দলকে (Indian Cricket Team) অভিনব পদ্ধতিতে ফিল্ডিং অনুশীলন করতে দেখা গেল। 


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পরাজয়ের প্রায় এক মাস পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাচ্ছে ভারতীয় দল। সেই ম্যাচে ভাল পারফরম্যান্স করতে মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সেই লক্ষ্যেই এক অভিনব উপায়ে ফিল্ডিং অনুশীলন করলেন বিরাট কোহলি, শুভমন গিল, অজিঙ্ক রাহানেরা। বল নয়, বরং এক বিশেষ ধরনের বস্তুকে এক হাতে ক্যাচ করতে দেখা যায় ভারতীয় দলের ক্রিকেটারদের। নিজেদের রিফ্লেক্স আরও উন্নত করার জন্যই এই বিশেষ ধরনের অনুশীলন বলে মনে করা হচ্ছে।


 






প্রসঙ্গত, প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামার আগে প্রতিপক্ষকে কিন্তু বেশ সমীহই করছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য সাম্প্রতিক সময়টা একেবারেই ভাল কাটছে না। ভারতে বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে ভারতীয় দলের সহঅধিনায়ক অজিঙ্ক রাহানের মতে ওয়েস্ট ইন্ডিজ বিগত কয়েক বছরে ঘরের মাঠে বেশ ভালই পারফর্ম করেছে।


তিনি বলেন, 'আমরা ভালভাবেই প্রস্তুতি সেরেছি। আমরা একটা ভাল অনুশীলন ম্যাচ খেলেছি। দল হিসাবে ওয়েস্ট ইন্ডিজকে সমীহ করি আমরা। ওরা তো টেস্টে ঘরের মাঠে ভালই খেলে। তবে আমরা নিজেদের পরিকল্পনার ওপর আস্থা রাখছি এবং সেরাটা দিতে মুখিয়ে রয়েছি।'    


এই সিরিজেই প্রথমবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল। তরুণ ক্রিকেটারের দলে সুযোগ পাওয়ায় কিন্তু বেশ খুশিই রাহানে। 'জয়সওয়ালের জন্য আমি খুবই খুশি। ও প্রচুর খাটা খাটনি করেছে এবং ঘরোয়া ক্রিকেটে মুম্বই এবং পরে আইপিএলে বেশ ভাল পারফর্ম করেছে। ও খুবই ভাল প্রতিভা এবং দারুণ ফর্মেও ব্যাট করছে। আমি ওকে বলব আন্তর্জাতিক ক্রিকেট বলে বাড়তি কিছু করার চেষ্টা না করে স্বাধীনভাবে নিজের স্বাভাবিক খেলাটা খেলে যেতে।' বলেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?