কলকাতা: শৈলশহর ধর্মশালায় ৮ মে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের আলো নিভিয়ে ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে স্থগিত হয়ে যায় আইপিএল (IPL)।
ভারত ও পাকিস্তানের (India Pakistan Conflict) সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পর ফের শুরু হচ্ছে আইপিএল। ১৭ মে বেঙ্গালুরুতে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল। আটদিন বন্ধ থাকার পর।
আর মাঝের এই এক সপ্তাহে ভারতীয় ক্রিকেটে শোরগোল ফেলে দেওয়া একের পর এক ঘটনা ঘটে চলেছে। শিরোনামে অবশ্যই রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) টেস্ট থেকে অবসর। রোহিত অবসর ঘোষণার পরই চূড়ান্ত হয়ে যায় যে, আসন্ন ইংল্যান্ড সফরে নতুন কাউকে দেখা যাবে ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে। জল্পনা শুরু হয়েছিল, কে হতে পারেন রোহিতের বিকল্প। কেউ কেউ ধরেই নিয়েছিলেন যে, যশপ্রীত বুমরার হাতে টেস্ট নেতৃত্বের ব্যাটন উঠতে চলেছে। যদিও বুমরা নিজে সেই দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন বলেই খবর। কারণ, তিনি বারবার চোটের কবলে পড়েন। টানা সব টেস্ট ম্যাচ খেলতে পারবেন কি না, তা নিয়েই রয়েছে ধন্দ।
আর এই পরিস্থিতিতে কোনও কোনও মহল থেকে ভাসিয়ে দেওয়া হচ্ছিল কে এল রাহুল, ঋষভ পন্থ ও শুভমন গিলদের নাম। কারও মত ছিল, রাহুলের অভিজ্ঞতা বেশি হওয়ায় কর্নাটকের ক্রিকেটারই যোগ্য বিকল্প হতে পারেন।
কিন্তু সব হিসেব নিকেশ বদলে গিয়েছে একটি বৈঠকের খবরে। আইপিএল বন্ধ থাকাকালীনই যে বৈঠকটি হয়েছে বলে বোর্ড সূত্রে খবর। রুদ্ধদ্বার সেই বৈঠকেই ভারতের টেস্ট দলের (Indian Cricket Team) অধিনায়ক কে হবেন, তার আলোচনা হয়তো সারা হয়ে গিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেল, সেই বৈঠকে ছিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকর। আর কে ছিলেন? শুভমন গিল! শুভমনের সঙ্গেই ইংল্যান্ড সফরের নীল নকশা সাজিয়ে নিয়েছেন গম্ভীর ও আগরকর, দাবি সূত্রের। তা হলে কি শুভমনই ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হতে চলেছেন?
নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে বোর্ডের এক কর্তা বলছিলেন, 'শুভমনের নাম কার্যত চূড়ান্ত। সেই কারণেই ওর সঙ্গে চিফ কোচ ও চিফ সিলেক্টর বৈঠকে বসেছিল। সহ অধিনায়ক ঘোষণা করা হতে পারে ঋষভ পন্থকে।' শোনা গেল, কে এল রাহুলকে ভবিষ্যতের অধিনায়ক হিসাবে দেখা হচ্ছে না। সেই কারণেই পন্থকে সহ অধিনায়ক করার কথা প্রাথমিকভাবে ভেবে রাখা হচ্ছে।
ভারতীয় ক্রিকেটের অতীত বলছে, যে কোনও মুহূর্তে এই সমস্ত হিসেব নিকেশ ঘেঁটে যেতে পারে। তবু, এখনও পর্যন্ত যা খবর, তাতে ইংল্যান্ডে গিলই হয়তো ভারতের নেতৃত্বের মুকুট পেতে চলেছেন।