বেঙ্গালুরু: প্রত্যাশিতভাবেই নয়ে নয় করল ভারতীয় ক্রিকেট দল। ৪১১ রান তাড়া করতে নেমে ২৫০ রানেই অল আউট হয়ে গেল নেদারল্যান্ডস। ১৬০ রানে জয় পেল ভারত। আলোর উৎসবের দিনে ভারতের বাড়তি পাওনা বল হাতে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) উইকেট। এই প্রথম কোনও ভারতীয় দল ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup 2023) টানা নয় ম্যাচ জিতে ইতিহাস গড়ল।


ম্যাচের শুরুতেই দ্বিতীয় ওভারে ওয়েসলি বারেসিকে চার রানে ফিরিয়ে নেদারল্যান্ডসকে প্রথম ধাক্কাটি দেন মহম্মদ সিরাজ। কিন্তু তারপরে ম্যাক্স ও'দউদ এবং কলিন অ্যাকারম্যান নেদারল্যান্ডসের হয়ে ইনিংসের হাল ধরেন। দুইজনে দ্বিতীয় উইকেটে ৬৫ রান যোগ করেন। খুব দ্রুত না হলেও, ভালভাবেই এগোচ্ছিল ডাচদের ইনিংস। এই পার্টনারশিপ ভেঙে ভারতকে ম্যাচে ফেরান কুলদীপ যাদব। অ্যাকারম্যানকে ৩৫ রানে আউট করেন তিনি। ও'দউদও আর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ৩০ রানে তাঁর উইকেটটি আসে আরেক ভারতীয় স্পিনার রবীন্দ্র জাডেজার খাতায়।


হার্দিক পাণ্ড্য নেই। তাঁর ফলে পাঁচ বোলার নিয়েই মাঠে হচ্ছে টিম ইন্ডিয়াকে। তবে ষষ্ঠ বোলার হিসাবে কোহলিকে বল করানোর দাবি প্রায় প্রতি ম্যাচেই গ্যালারিতে থেকে ভেসে আসছিল। কোহলি শুধু এই ম্যাচে বলই করলেন না, ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের উইকেটও নেন তিনি। বুমরা দুরন্ত বলে ১২ রানে ব্যাট করা বাস ডি লিডের উইকেট ভাঙলে ডাচরা ১৫০ রানের গণ্ডি পার করার আগেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে।


দু'শোর গণ্ডি পার করার আগে সিরাজ ৪৫ রানে খেলা সেট সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্টের উইকেট নিয়ে নেদারল্যান্ডসকে ষষ্ঠ ধাক্কা। ডাচরা ২০০ রান পার করার পরেই নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে। মিডল অর্ডার ব্যাটার তেজা নিদামানিরু একদিকে লড়াই করেন বটে। অর্ধশতরানও হাঁকান তিনি। তবে অপরদিক থেকে পরপর উইকেট পড়তে থাকে। শেষমেশ রোহিতের বিরুদ্ধে বড় শট মারতে গিয়ে বাউন্ডারি লাইনে তেজা ধরা দিলে ৪৭.৫ ওভারেই ২৫০ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস।


বিরাট, রোহিতের পাশাপাশি এদিন শুভমন গিল এবং সূর্যকুমার যাদবও দুই ওভার করে হাত ঘোরান। নিয়মরক্ষার ম্যাচে ষষ্ঠ বোলারের বিকল্প হিসাবে এদের পরখ করে নেওয়া এবং শ্রেয়স ও রাহুলের শতরানই ভারতের বড় পাওনা। এবার লক্ষ্য বদলার। চার বছর আগে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। বুধবার সেই একই প্রতিপক্ষের বিরুদ্ধে আবারও সেমিতে নামবে ভারত। ওয়াংখেড়ের ময়দানে টিম ইন্ডিয়ার সামনে এবার বদলা নেওয়ার হাতছানি রয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ব্যাটিং অর্ডারের চারে অপরিহার্য শ্রেয়স, বাইশ গজে শাসন দেখে বলছেন কেকেআর কোচ