বেঙ্গালুরু: পিঠের চোটের জন্য দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। করাতে হয়েছিল অস্ত্রোপচারও। আইপিএলে (IPL) তিনি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক। অথচ গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁর পরিবর্তে নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দলকে। এমনকী, বিশ্বকাপের প্রথম ম্য়াচের আগে তিনি সম্পূর্ণ ফিট হবেন কি না, তা নিয়েও ছিল চর্চা। কোনও কোনও মহল থেকে তো এও ভাসিয়ে দেওয়া হচ্ছিল যে, আধাফিট কোনও ক্রিকেটারকে কেন বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে বয়ে বেড়ানো হবে।


সেই শ্রেয়স আইয়ার রবিবার আলো ছড়ালেন। তাও দীপাবলির সন্ধ্যায়। যেদিন আলোর উৎসবে মেতে ওঠে গোটা দেশ। আকাশে উড়তে দেখা যায় ফানুস, আতসবাজি। রবিবার বেঙ্গালুরুর আকাশে উড়ে বেড়াল সাদা বল। কারণ, একের পর এক বল গিয়ে পড়ল গ্যালারিতে। ভারতীয় ইনিংসে হল ১৬টি ছক্কা। ৫টি ছক্কা ও ১০টি চার-সহ ৯৪ বলে ১২৮ রানে অপরাজিত রইলেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪১০/৪ তুলল ভারত (IND vs NED)। ডাচদের সামনে ৪১১ রান তুলে ম্যাচ জেতার কঠিন চ্যালেঞ্জ।


শ্রেয়সের দুরন্ত প্রত্যাবর্তন দেখে উচ্ছ্বসিত কেকেআরের ব্যাটিং পরামর্শদাতা অভিষেক নায়ার। বলেছেন, 'আমার মনে হয় ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফর্ম করছে শ্রেয়স। আশা করছি এবার সকলে বুঝতে পারছেন যে, উইকেটে বল নড়াচড়া করছে, সেরকম পরিস্থিতিতে ব্যাটিং অর্ডারের চার নম্বরে ও কতটা গুরুত্বপূর্ণ। সেটা ওয়াংখেড়ের মতো বাউন্সসম্পন্ন পিচে হোক বা আইপিএলে আমাদের হোমগ্রাউন্ড ইডেনে, যেখানে বল ঘুরছে। চার, ছক্কা মারছে সাবলীলভাবে। সবচেয়ে বড় কথা, লম্বা ইনিংস গড়তে অবদান রাখছে।'


অভিষেক আরও বলেছেন, 'পিঠের চোটে ও ভীষণ সমস্যায় পড়েছিল। দুর্ভাগ্যবশত আমাদের হয়ে গত আইপিএলে খেলতে পারেনি। কিন্তু কোনও ক্রিকেটারকে প্রত্যাবর্তন ঘটাতে দেখাটা আর তার ভাল খেলাটা দারুণ ব্যাপার। বিশ্বকাপের আগে ওর ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন ছিল। অধিনায়ক হিসাবে রোহিত শর্মা ওর দক্ষতায় আস্থা রেখেছে। সমর্থন করেছে।'


ব্যাটিং অর্ডারের চার নম্বরে শ্রেয়স কি উপযুক্ত? অভিষেক বলছেন, 'বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্য, সেঞ্চুরি, তার মাঝেই শর্ট বলে ওর দুর্বলতা নিয়ে আলোচনা, তারপরেও দারুণ কয়েকটা ইনিংস খেলা - এই সবের জন্য দুর্দান্ত টেম্পেরামেন্ট দরকার হয়। দক্ষতার প্রয়োজন হয় যা শ্রেয়স আইয়ারের সব সময়ই রয়েছে।'


আরও পড়ুন: ভারতকে দেখে শেখো, বিশ্বকাপে বিপর্যয়ের পর বাবরদের তোপ দাগলেন শোয়েব


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial