নিউ ইয়র্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) নিজেদের প্রথম ম্যাচে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে (IND vs IRE) টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।


নাসাউ ক্রিকেট স্টেডিয়ামেই নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল পাঁচ উইকেটের বিনিময়ে ১৮২ রান তুললেও, ইনিংসের শেষের দিকে রানের গতি বাড়াতে গিয়ে বেশ বেগ পেতে হয় টিম ইন্ডিয়াকে। বাংলাদেশ তো ১২২ রানেই থেমে যায়। এই মাঠেই আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৭ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। একেবারে অল্প রান তাড়া করতে নামলেও ম্যাচ জিততে ১৭ ওভার লেগে যায় প্রোটিয়া শিবিরের। অনেকেই তাই এই পিচকে টি-টোয়েন্টির আদর্শ পিচ বলে মনে করছেন না। 


টস জিতে রোহিত বলেন, 'আমরা প্রথমে বোলিং করব। আমরা ঠিকঠাকভাবেই প্রস্তুতি নিয়েছি। এই নতুন পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি সকলে। পরিবেশটা বেশ কঠিন তবে পেশাদার হিসাবে এই পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতেই হবে। আমরা এরকই এক পিচে এই মাঠে খেলেছি (বাংলাদেশের বিরুদ্ধে)। তাই পিচ কেমন হতে পারে, সেটার বিষয়ে খানিক ধারণা আছে। তবে হ্যাঁ, আমরা যে ধরনের পিচে খেলি তার থেকে যে এটা খানিক ভিন্ন হবে, সেটার বুঝতে পারছি। তবে খেলায় তো এমনটা হয়েই থাকে। পরিস্থিতি ঠিক কেমন থাকবে, সেই নিয়ে সম্পূর্ণ নিশ্চিত তো নই, তাই সামনে কোনও টার্গেট থাকলে সেটা আমাদের জন্য সুবিধাজনক হবে বলে মনে হয়।' 


রোহিত একাদশের বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'কুলদীপ, সঞ্জু, জয়সওয়াল এবং আরেকজন খেলছে না।' ম্যাচে ভারতীয় সমর্থকদের দিক থেকে উল্লেখযোগ্য বিষয়টি হল হয়তো রোহিতের সঙ্গে বিরাট কোহলিকেই আজ ওপেন করতে দেখা যাবে। কারণ যশস্বী জয়সওয়ালকে ভারতীয় একাদশেই রাখা হয়নি। আবার প্রস্তুতি ম্যাচে ওপেন করা সঞ্জু স্যামসনও নেই একাদশে। কোহলিকে যে ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে, সেটা সাংবাদিক সম্মেলনে কোচ রাহুল দ্রাবিড় আভাস দিয়েইছিলেন। সম্ভবত তিনিই ওপেন করছেন। তবে ঋষভ পন্থ অতীতে ওপেন করেছেন। তাই তাঁকে কিন্তু একেবারে ওপেনিংয়ের দৌড় থেকে বাদ দেওয়া উচিত নয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: দ্রাবিড়কে থেকে যাওয়ার জন্য জোরাজুরি করেছিলেন, ফাঁস করলেন রোহিত