নিউ ইয়র্ক: শুরু হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) লড়াই। কাল আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছেন বাবর আজমরা। তার আগেই বিতর্তে জড়াল পাকিস্তান ক্রিকেট বোর্ড। একরাশ ক্ষোভ উগরে দিলেন দলের (Pakistan Cricket Team) প্রাক্তন অধিনায়ক। 


২৫ ডলার দিয়ে বাবর আজমদের সঙ্গে দেখা করার সুযোগ মিলছে! অন্তত যা পরিস্থিতি তাতে এমনই মনে হচ্ছে প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফের (Rashid Latif)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে পাকিস্তান ক্রিকেটারদের নিয়ে এক প্রাইভেট ডিনার আয়োজন করে তার বিনিময়ে ২৫ ডলার নেওয়ায় ক্ষুব্ধ লতিফ। তিনি জানান যে যুক্তরাষ্ট্রে উপস্থিত সমর্থকদের পাকিস্তান দলের সঙ্গে এক প্রাইভেট ডিনারে দেখা-সাক্ষাৎ করার জন্য ডাকা হয়। সেই ডিনার অবশ্য বিনামূল্যে ছিল না। তার জন্য সমর্থকদের থেকে ২৫ ডলার করে নেওয়া হয়। পাক ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টা উত্থাপন করে লতিফের স্পষ্ট দাবি যে এমন করার ভাবনাটাই ভীষণ ভয়ঙ্কর। 


লতিফকে এক ভিডিওতে বলতে শোনা যায়, 'অফিসিয়াল ডিনার তো হয়েই থাকে। কিন্তু এটা তো প্রাইভেট ডিনার। কে এমন করে? এটা জঘন্য পরিকল্পনা। এর অর্থ তো এটাই দাঁড়ায় যে ২৫ ডলারের বদলে আমাদের খেলোয়াড়দের সঙ্গে দেখা করার সুযোগ মিলেছে। যদি কিছু হত, পরিস্থিত অবনমনের দিকে যেত, তাহলে তো সকলে এর বদলে আমাদের খেলোয়াড়দের টাকা উপার্জনের কথা বলত।'


 






 


লতিফ আরও যোগ করেন, 'লোকজন আমায় বলেন পাকিস্তান খেলোয়াড়দের ডাকলেই জিজ্ঞেস করা হয় কত টাকা দেবে। এটা তো নিত্যদিনের বিষয় হয়ে গিয়েছে। আমাদের সময়ে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন ছিল। এই বিষয়টা এখন সামনে এসেছে তার কারণ বর্তমানে বিশ্বকাপ চলছে। তাই আমার মতে খেলোয়াড়দের নিজেদের দিক থেকে একটু সাবধান থাকার প্রয়োজন।'


বাবররা গত বারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। এবার তারা একধাপ আগে পৌঁছনোর লক্ষ্যেই মাঠে নামবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বড় ভূমিকা পালন করবেন স্পিনাররা, বিশ্বকাপ অভিযানশুরুর আগেই জানিয়ে দিলেন রোহিত