মুম্বই: নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারত (IND vs SA)। প্রোটিয়াদের বিরুদ্ধে ৪টি টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। ৮ থেকে ১৫ নভেম্বর ডারবান, এবেখা, সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে হবে ম্যাচগুলি।


মনে করা হচ্ছে, ২০২১ সালে ভারত যখন দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল, সেই সময় করোনার প্রাদুর্ভাবে স্থগিত হয়ে যাওয়া সিরিজই সম্পূর্ণ করা হবে চলতি বছরের নভেম্বরে। সেবার ভারত শুধু ৩টি টেস্ট ম্যাচ ও ৩টি ওয়ান ডে খেলে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছিল। দক্ষিণ আফ্রিকায় আচমকা নতুন করে করোনা সংক্রমণের ঢেউ দেখা গিয়েছিল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড থেকে সেই সময় বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, পরে কোনও এক সুবিধাজনক সময় দেখে টি-২০ সিরিজটি খেলা হবে। সেবার টেস্ট ও ওয়ান ডে - দুই সিরিজই জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা।


দুই দেশের ক্রিকেট বোর্ডই সহমত হয়েছিল যে, পরে কোনও এক সময়ে টি-২০ সিরিজটি খেলা হবে। কিন্তু তারপর থেকে চিন্তাভাবনা করেও সময় বার করা যায়নি। যদিও তার পরে, ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ভারত। ২টি টেস্ট, ৩টি ম্যাচের ওয়ান ডে ও ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল ভারত। তবে সেটা ২০২৩-২৭ এফটিপি-র অংশ ছিল। গত বছরের সেই সফরে টি-২০ ও টেস্ট সিরিজ অমীমাংসিত ছিল। ওয়ান ডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ভারত।


অনেক দেশের ক্রিকেট বোর্ডের কাছেই দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে কোনও সিরিজ খেলা আর্থিকভাবে লাভদায়ক। ক্রিকেট সাউথ আফ্রিকাও ব্যতিক্রমী নয়। প্রচলিত ধারণা হচ্ছে, একটি টি-২০ ম্যাচের টেলিভিশন সত্ত্ব বিক্রি করে ভারতীয় মুদ্রায় ১৫ কোটি টাকা উপার্জন করা যায়। গত বছরে বিরাট আর্থিক ক্ষতি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের। ভারতের বিরুদ্ধে সিরিজ খেলে সেটা অনেকটাই মিটিয়ে নেওয়া যেতে পারে।


দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের চেয়ারপার্সন লসন নাইডু বলেছেন, 'দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে ভারতীয় বোর্ডের সমর্থনকে ধন্যবাদ জানাতে চাই। ভারতের সঙ্গে সিরিজ মানেই তা নিয়ে দারুণ উন্মাদনা থাকে।'            


আরও পড়ুন: কেকেআরকে চ্যাম্পিয়ন করার পর প্রথমবার কলকাতায় গম্ভীর, টিম ইন্ডিয়ার কোচের পদে চূড়ান্ত?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।