মোহালি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (IND vs AUS ODI)। বিশ্বকাপের প্রাক্কালে এই সিরিজের মাধ্যমে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দুই দলের সামনেই। তবে সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ান শিবিরে জোড়া ধাক্কা। গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) এবং মিচেল স্টার্ক (Mitchell Starc) মোহালিতে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না।
ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) জানিয়ে দেন যে স্টার্ক এবং ম্যাক্সওয়েল সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। তবে দলে ফিরতে চলেছেন তারকা ব্যাটার স্টিভ স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে চোটের জেরে খেলতে পারেননি স্মিথ। তবে তিনি বর্তমানে ফিট। কামিন্স নিজেও সেই সিরিজে অনুপস্থিত ছিলেন এবং তিনিও যে ফিট, সেকথাও জানিয়ে দেন।
অজ়ি অধিনায়ক বলেন, 'আমার চোট সেরে গিয়েছে এবং কব্জিতে একদমই ব্যথা নেই। আশা করছি সিরিজের তিনটি ম্যাচই খেলব। স্টার্ক কাল খেলবে না। আশা করছি বাকি ম্যাচগুলিতে বোলিং করার যথেষ্ট সুযোগ পাবে ও। ম্যাক্সওয়েলের ক্ষেত্রেও বিষয়টা একই। আমরা বিশ্বকাপের কথা মাথায় রেখে সকলেই ম্যাচটাইম দিতে চাই এবং সেভাবেই দলের বাছাই করব। ও (স্মিথ) ফিট হয়ে গিয়েছে। কাল ওকে খেলতে দেখা যাবে। ওর কব্জির চোট ১০০ শতাংশ সেরে গিয়েছে।'
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পূর্বেই গ্লেন ম্যাক্সওয়েল গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই চোটের জেরেই ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারবেন না। কামিন্স আরও জানান যে অস্ট্রেলিয়া চার বোলার নিয়েই মাঠে নামবে। অ্যাডাম জ়াম্পা ডেথ ওভারেও বোলিং করতে পারায়, দলকে সমস্যার সম্মুখীন হতে হবে না।
'আমরা চারটি প্রথম সারির বোলার নিয়ে মাঠে নামছি, যারা ইনিংসের যে কোনও সময়ে বল করতে পারেন। জ়াম্পা শুধু রান আটকাতে নয়, ইনিংসের শেষের দিকে উইকেট নিতেও সুপরাদর্শী। আমরা যদি ওর তিন, চার ওভার শেষের দিকে করাব বলে রেখে দিই, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না।' জানান অজ়ি অধিনায়ক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: এক ফ্রেমে শাহরুখ-গৌতম, কেকেআরে ফিরছেন গম্ভীর? জল্পনা উস্কে দিলেন নীতীশ রানা