নয়াদিল্লি : তাঁর প্রত্যাবর্তনে যারপরনাই খুশি ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কিন্তু, দীর্ঘদিন পর ফিরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে কি জায়গা করে নিতে পারবেন আর অশ্বিন (R Ashwin) ? তা জানা যাবে আর কিছুক্ষণ পরেই। কিন্তু, সিনিয়র এই অফস্পিনারকে প্রথম একাদশে দেখতে চান পীযূষ চাওলা। ওয়াশিংটন সুন্দরের থেকে অশ্বিনকে সুযোগ দেওয়ার কথা বলছেন চাওলা। মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ শুরুর আগে, ESPNcricinfo-কে চাওলা বলেন, "বল হাতে অশ্বিন বেশি ক্ষমতাশালী এবং প্রথম একদিনের ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া উচিত।" 


তাঁর সংযোজন, "আমরা ভারতীয় দলে ৮ নম্বর পর্যন্ত ব্যাট করছি। যদি ৮ জন ব্যাটারও কাজ করে না আসতে পারেন, তাহলে ৯ নম্বরে কেউ এসে কাজ করে দেবেন তা ভাবা উচিত নয়। তাই, আমি বোলিংয়ের দিক থেকে দেখব। গত বছর অশ্বিন খুব জোর ২টি একদিনের ম্যাচ খেলেছেন। তাই ওঁরা (অশ্বিন ও ওয়াশিংটন) কেমন বল করবেন এই সিরিজে তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি অশ্বিন ভাল বল করেন, তাহলে বিশ্বকাপে তাঁকেই ধরা হবে। "   


চাওলা আরও বলেন, "বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে, ওয়াশিংটন সুন্দরের থেকে অশ্বিন অনেক ভাল। কিন্তু, ওঁকে নিয়ে একটা বিষয়ে চিন্তা থাকতে পারে যে, ৫০ ওভার পর্যন্ত ফিট থাকা।  আমার মনে হয়, পেসারদের দুটো করে ম্যাচ খেলানো হবে। ওঁদের খেলার জন্য যথেষ্ট সময় দেওয়া হবে কিন্তু সঙ্গে বিশ্রামও দেওয়া হবে।"


পরের মাসে বিশ্ব ক্রিকেটের মহারণ। শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে চলেছে বিশ্ব ক্রিকেটের অন্য়তম সেরা দুই দল- ভারত ও অস্ট্রেলিয়া। তিন ম্যাচের একদিনের সিরিজে আজ প্রথম ম্যাচ। দলে নেই অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। বিশ্রাম দেওয়া হয়েছে এই দুই সিনিয়র খেলোয়াড়কে। প্রথম দু'টি ম্যাচে থাকছেন না তাঁরা। একইসঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে এই মুহূর্তে দলের অন্যতম ভরসা স্পিনার কুলদীপ যাদব ও অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকেও। বিশ্বকাপের আগে দলের ক্ষমতা যাচিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ হেড কোচ রাহুল দ্রাবিড়ের কাছে।


তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর রয়েছে ম্যাচগুলি। প্রতিটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময়ে দুপুর দেড়টা থেকে। টস হবে দুপুর ১টায়।