মেলবোর্ন: প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে ৯.৪ ওভার খেলা হয়েছিল। কিন্তু এর মাঝেই দুবার বৃষ্টি নেমেছিল। যার জন্য খেলা পরবর্তীতে আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আমনে সামনে হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া। ওয়ান ডে সিরিজ হারের পর এই সিরিজ জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় দলের জন্য। বিশেষ করে আগামী বছর যেখানে দেশের মাটিতে টি-টােয়েন্টি বিশ্বকাপ রয়েছে, তার আগে এই সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে সূর্যকুমার যাদবের দল।

Continues below advertisement

ক্যানবেরায় যে একাদশ ধরে রেখেছিল ভারতীয় দল। এদিনও সেই একাদশই ধরে রেখেছে তাঁরা। অর্থাৎ আরও একবার অর্শদীপ সিংহকে রিজার্ভ বেঞ্চেই বসে থাকতে হচ্ছে। দেশের জার্সিতে কুড়ির ফর্ম্য়াটে সবচেয়ে বেশি উইকেটে নিয়েও একাদশে সুযোগ মিলছে না তারকা পেসারের। প্রথম টি-টোয়েন্টিতে অর্শদীপকে না খেলানোর জন্য টিম ম্য়ানেজমেন্ট থেকে কোচ গৌতম গম্ভীর প্রত্যেককেই সমালোচিত হতে হচ্ছিল। ভারতের একমাত্র পেসার হিসেবে কুড়ির ফর্ম্য়াটে একশো বা তার বেশি উইকেট নিয়েছেন। কিন্তু তবুও তাঁকে ব্রাত্য থাকতে হচ্ছে দলে। এদিনও তাঁর ব্য়তিক্রম হল না। এছাড়া ভারতীয় একাদশে আর কোনও পরিবর্তনও করা হয়নি।  অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একাদশে অবশ্য একটি পরিবর্তন করা হয়েছে। জশ ফিলিপের পরিবর্তে দলে ঢুকে পড়েছেন ম্য়াথু শর্ট।

Continues below advertisement

 

গতকাল বৃহস্পতিবার ভারতের মেয়েরা অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছিল। যা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ভারতীয় পুরুষ দলকে। ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনাল শেষে কেঁদে ভাসালেন জেমাইমা রডরিগেজ়। এই কান্না কষ্টের নয়, বরং আনন্দের। আট বছর পর ঘরের মাঠে তিনিই তো ভারতকে ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে তুললেন। এদিন জয়ের জন্য ৩৩৯ রানের বিরাট লক্ষ্য ছিল টিম ইন্ডিয়ার সামনে। নয় বল ও পাঁচ উইকেট বাকি রেখেই ম্যাচ জিতে নিল ভারত। ইতিহাস গড়ল হরমনপ্রীত কৌরের দল। বিশ্বকাপের নক আউটে (পুরুষ ও মহিলা উভয়) এটাই সর্বকালের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এমনকী মহিলাদের ওয়ান ডেতেও এর আগে এত রান তাড়া করে আর কোনও দল ম্যাচ জেতেনি। ভারতের জয়ের ফলে ১৫ ম্যাচ পরে প্রথমবার বিশ্বকাপের ম্যাচ হারল অস্ট্রেলিয়া। এই জয়ের ভিত গড়েন হরমনপ্রীতজেমাইমাদুইজনের ১৬৭ রানের পার্টনারশিপ নকআউটে ভারতের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। নিজে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলে ম্য়াচ জেতান দেশকে।