সিডনি: বয়স বাড়লেও এখনও যে তিনি ফুরিয়ে যাননি, তার প্রমাণ দিয়েছিলেন অ্য়াডিলেডেই। অর্ধশতরান হাঁকিয়েছিলেন। সেদিনও সুযোগ ছিল। কিন্তু শতরান মিস করেছিলেন। এদিন আর ভুল করলেন না রোহিত শর্মা (Rohit Sharma)। সিডনিতে নিজের পয়া মাঠেই ওয়ান ডে কেরিয়ারের ৩৩তম শতরানটি হাঁকিয়ে ফেললেন হিটম্য়ান। ১০৪ বলের ইনিংসে হাঁকালেন ১১টি বাউন্ডারি ও ২টো ছক্কা।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেছিলেন রোহিত। উল্টোদিকে গিলকে নিয়েই ওপেনে নামছেন অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্য়াচ থেকেই। পারথে ৮ রান করে আউট হয়েছিলেন। অ্যাডিলেডে ৭৩ রানের ইনিংস খেলেন। সেদিনও শতরান হাঁকানোর সুযোগ ছিল। কিন্তু মিস করেছিলেন। এদিন গিল ফিরে গেলে বিরাটের সঙ্গে জুটি বাঁধেন রোহিত। দুই অভিজ্ঞ তারকাই দারুণভাবে এদিন একে অপরকে সঙ্গ দিলেন। স্টার্কের বিরুদ্ধে কিছুটা বেশিই আক্রমণাত্মক ছিলেন হিটম্য়ান। বাঁহাতি অজি পেসারের প্রায় প্রত্যেক ওভারেই রোহিতের ব্যাট থেকে বেরিয়ে এল একটি করে বাউন্ডারি। বিরাট উল্টোদিকে শুরুতে কিছুটা সংযতভাবে খেলছিলেন। নিজের অর্ধশতরান পূরণ করার পরে রোহিত আরও চালিয়ে খেলা শুরু করেন।
এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্য়াটে সবচেয়ে বেশি রানের মালিক ভারতীয়দের মধ্যে সচিন তেন্ডুলকর। তিনিই প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে অজিদের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে আড়াই হাজার রান পূরণ করেছিলেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে সেই তালিকায় নাম লেখালেন রোহিত। এদিকে, ওয়ান ডে ফর্ম্য়াটে সপ্তম ভারতীয় হিসেবে ১০০ ক্যাচ ধরার কৃতিত্ব অর্জন করলেন রোহিত শর্মা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ড এমনিও রোহিতের পয়া মাঠ। ওয়ান ডে ফর্ম্য়াটে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রানের মালিক রোহিতই। তিনি এখনও পর্যন্ত আজকের ম্য়াচের আগে এই মাঠে ৬ ম্য়াচ খেলে ৫ ইনিংসে ৩৩৩ রান করেছেন। সর্বোচ্চ ১৩৩। এদিকে, এদিন দুটো ক্যাচ লুফেছেন রোহিত শর্মা তৃতীয় ওয়ান ডে ম্য়াচে। ৩৮ বছরের তারকা ব্যাটারের আগে এই তালিকায় ছিলেন বিরাট কোহলি (১৬৪ ক্যাচ), সচিন তেন্ডুলকর (১৪০ ক্যাচ), রাহুল দ্রাবিড় (১২৪ ক্যাচ), সুরেশ রায়না (১০২ ক্যাচ) ও সৌরভ গঙ্গোপাধ্য়ায় (১০০ ক্যাচ)।