নয়াদিল্লি: সাত মাস পরে জাতীয় দলে কামব্যাক। তাঁর থেকে প্রচুর প্রত্যাশা ছিল। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) সেই প্রত্যাশাপূরণে ব্যর্থ। কেরিয়ারে প্রথমবার নাগাড়ে দুই ওয়ান ডে ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন কোহলি। আজ তিনি তৃতীয় ওয়ান ডে ম্যাচে মাঠে নামছেন। এই ম্যাচে স্বাভাবিকভাবেই তাঁর উপর বাড়তি নজর রয়েছে সকলের। এমন পরিস্থিতিতে কোহলিকে রানে ফিরতে কী করা প্রয়োজন? পরামর্শ দিয়েছেন ইরফান পাঠান (Irfan Pathan)।

Continues below advertisement

ভারতীয় প্রাক্তনীর মতে বিরাট কোহলির প্রয়োজন স্ট্রাইক অদলবদল করা। তিনি বলেন, 'বিরাট কোহলির ফর্ম অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। ওকে স্ট্রাইক অদলবদল করে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে হবে। একবার ও যদি এমনটা করা শুরু করে দেয়, তাহলে যে কোনও প্রতিপক্ষের জন্য়ই ওকে আটকানো কঠিন। আশা করছি ও এমনটা করতে পারবে এবং এমনটা হলে একবার যদি ও রানে ফেরে, তাহলে ওকে আর পিছনে ফিরে তাকাতে হবে না।'

প্রথম দুই ম্যাচে হেরে ইতিমধ্যেই সিরিজ় খুইয়েছে ভারতীয় দল। সিডনিতে তৃতীয় ম্যাচে পরাজয় এবং হোয়াইটওয়াশ এড়াতে বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মত প্রাক্তন ভারতীয় সহকারী কোচ অভিষেক নায়ারের। 'অস্ট্রেলিয়ার পিচে ওরা যে ধরনের সহায়তা পাচ্ছে, তাতে ওদের পরিস্থিতিকে পুরোদমে কাজে লাগানো উচিত এবং ওদের পারফরম্যান্সেও সেটা যেন প্রতিফলিত হয়। আমি চাই ভারতীয় বোলাররা বিশেষত নতুন বলে যেন শুরুতেই উইকেট নিয়ে ম্যাচে প্রভাব ফেলে' বলেন তিনি।

Continues below advertisement

ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ বিশ্বাস করেন, এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব কোহলির। তবে তাঁকে আরও ম্যাচ খেলতে হবে। শ্রেয়স আইয়ারকে উদাহরণ করতে বলছেন কাইফ। যেভাবে ফর্মে ফিরতে ঘরোয়া ক্রিকেট খেলেছেন শ্রেয়স, তা দেখে খুশি কাইফ। দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কোহলিরও ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে তৈরি রাখা উচিত বলেই মনে করেন কাইফ। ৩৬ বছরের বিরাটের শ্রেয়সকে দেখে শেখা উচিত বলেও মন্তব্য তাঁর।

কাইফ বলেছেন, 'আমি সম্প্রতি শ্রেয়সের সঙ্গে দেখা করেছি। ওর স্টান্স ও ছন্দ নিয়ে কথা হয়েছে। লাল বলের ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছে এবং শুধু সীমিত ওভারের ক্রিকেটেই খেলবে। টি-২০ ক্রিকেটেও খেলছে না। তার পরেও এরকম ছন্দে ব্যাট করার কারণ কী ওর কাছে জানতে চেয়েছিলাম। ও মানসিকভাবে পরিষ্কার। ওর নিজের খেলাটা বোঝে। মনকে বেঁধে ফেলেছে। ইন্ডিয়া এ ম্যাচগুলিতেও খেলেছে ও। আমি তাই বলছি বিরাট ও রোহিতেরও সেটা ভেবে দেখা উচিত।'