ব্রিসবেন: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্টের পঞ্চম দিনে শুরু থেকেই বৃষ্টি থাবা বসালো খেলায়। তৃতীয় দিনেও দ্রুত খেলা বন্ধ করা হয়েছিল কম আলো ও বৃষ্টির জন্য। ভারতের স্কোর তখন ছিল ২৫২/৯। আকাশ দীপ (Akash Deep) ২৭ ও বুমরা (Jasprit Bumrah) ১০ রানে অপরাজিত ছিলেন ক্রিজে। এদিন সকাল থেকে খেলা শুরু হওয়ার পর চারটি ওভার ক্রিজে কাটাতে পেরেছিলেন ভারতের এই শেষ জুটি। শেষ পর্যন্ত এদিন আর ৮ রান যোগ করতে পারেন আকাশ-বুমরা। ভারত ২৬০ রানে অল আউট হয়ে যায়। শেষ উইকেট হিসেবে হেডের বলে স্টাম্পড হয়ে প্যাভিলিয়ন ফেরেন আকাশ দীপ। ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন টিম ইন্ডিয়ার এই পেসার। বুমরা অপরাজিত থেকে যান। ভারত প্রথম ইনিংসে ১৮৫ রানে পিছিয়ে।
এদিনও শুরু থেকেই মেঘালা আকাশ গাব্বায়। খেলা শুরু হতে খানিকটা দেরি হলেও বেশি ওভার নষ্ট হয়নি। তবে ভারতের ইনিংসের পর খেলা বন্ধ হয়ে যায়। যা লাঞ্চের বিরতির আগে আর শুরু করা সম্ভব হয়নি। প্রায় দেড় ঘণ্টা সময় নষ্ট হয়েছে এখানে। বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে ম্য়াচ শুরু করা সম্ভব হয়নি। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার কথা ছিল প্রথম ঘণ্টাতেই। কিন্তু তা সম্ভব হয়নি।
তৃতীয় দিনের শেষ উইকেটে বুমরাকে ক্রিজে সঙ্গ দিতে আকাশ দীপ যখন ব্যাট হাতে নামেন, তখন ভারতের স্কোর ২১৩ রান। দিনের শেষে দশম উইকেটে দুই ব্যাটার ৩৯ রান যোগ করে অপরাজিত অবস্থাতেই সাজঘরে ফেরেন। এটা কিন্তু গাব্বায় দশম উইকেটে ভারতের সর্বকালের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। সেই অর্থে আকাশদীপ ও বুমরা কিন্তু ব্রিসবেনে ইতিহাস গড়লেন। বিগত চার বছরে শেষ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চও বটে। বুমরা ও মহম্মদ সিরাজের বিলেতের মাটিতে ৫০ রানের পার্টনারশিপ এই তালিকায় সর্বোচ্চ।
আকাশদীপ এই দিন ২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এটি অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ভারতীয় ১১ নম্বর ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। গ্লেন ম্যাকগ্রা ও জশ হ্যাজেলউডের পর গাব্বায় এটি কোনও দলের ১১ নম্বর ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ রানও বটে। এদিন কিন্তু আকাশ দীপ বিরাট কোহলির থেকে উপহার পাওয়া ব্যাট নিয়ে মাঠে নামেন এবং নিজের এক শটে স্বয়ং কোহলিকেও বিস্মিত করে দেন।