মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে হার ভারতের। ১৮৪ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। ৩৪০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৫৫ রানে অল আউট হয়ে গেল টিম ইন্ডিয়া। বিতর্কিত আউট হলেন যশস্বী জয়সওয়াল। চূড়ান্ত ব্যর্থ বিরাট, রোহিত, রাহুল। লড়াই করেও দলকে বাঁচাতে পারলেন না ঋষভ পন্থ। আর সবথেকে বড় কথা এই ম্য়াচ হারের সঙ্গে সঙ্গেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আর কোনও সুযোগ থাকল না টিম ইন্ডিয়ার সামনে। তবে সিডনিতে শেষ টেস্টে জিতে বর্ডার গাওস্কর ট্রফি ড্র করতে পারে ভারত।
৩৪০ রানের বিশাল লক্ষ্যমাত্রা। ওপেনিং জুটিকেই জ্বলে উঠতে হত। বিশেষ করে এমন সময়ে রোহিত শর্মার ব্যাট জ্বলে ওঠাটা খুব প্রয়োজন ছিল। কিন্তু তা হল না। রোহিত আরও একবার ব্যর্থ হলেন। বিরাট মাত্র ৫ রান করে ফিরলেন। রাহুল খাতাই খুলতে পারলেন না। লাঞ্চের আগেই তিনটি উইকেট খুইয়ে বসেছিল ভারত। সেখান থেকে যশস্বী ও পন্থ মিলে দলের হাল ধরেন। এই ম্য়াচ ড্র হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার আশা কিছুটা ভালভাবেই থাকত ভারতের। সেক্ষেত্রে সিডনিতে জিততে হত আর অন্য়দিকে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচ ড্র করতে হত। কিন্তু মেলবোর্নে ভারত হেরে যাওয়ায় এবার সেই সম্ভাবনাতেও জল পড়ে গেল।
এদিন পন্থ ও জয়সওয়ালের জুটির ভেঙে যাওয়াটাই মূলত ম্য়াচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল। ভালই এগােচ্ছিলেন। একটা সময় মনে হচ্ছিল ম্য়াচ ড্র হবেই। দুজনের মধ্য়ে ৮৮ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। কিন্তু আচমকাই দিনের দ্বিতীয় সেশনের পর ট্রাভিস হেডের আক্রমণে আসা ও তাঁর বলে চালিয়ে খেলতে গিয়ে পন্থের আউট হওয়াটাই ম্য়াচে ভারতের জন্য কাল হয়ে দাঁড়াল। এরপর আর কোনও ব্যাটারই ভরসা জোগাতে পারেননি। পন্থ আউট হওয়ার পরই জয়সওয়াল ফিরে যান বিতর্কিত আউট হয়ে। আরও একটি শতরান মিস করলেন তিনি।
এদিকে ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। গোটা ম্য়াচে দাপটের সঙ্গে বোলিং করেছেন। তার থেকেও বড় কথা অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ৪১ রানের ইনিংস খেলেছেন অজি অধিনায়ক। বারবার ম্য়াচের পার্থক্য গড়ে দিয়েছেন অজি পেসার। ৩ উইকেট নেন দ্বিতীয় ইনিংসে। ৩ উইকেট নেন স্কট বোল্যান্ডও। ২ উইকেট নেন নাথান লিঁয়। একটি করে উইকেট নেন স্টার্ক ও বোল্যান্ড।