মেলবোর্ন: দক্ষিণ আফ্রিকা প্রথম দল হিসেবে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাকা করে নিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরিয়ন টেস্টে ২ উইকেটে জয়ের সঙ্গে সঙ্গেই লর্ডসের টিকিট পাকা হয়ে গিয়েছে বাভুমাদের। কোনও আইসিসি ইভেন্টের ফাইনালে প্রথমবার পৌঁছল প্রোটিয়া বাহিনী। অন্য়দিকে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওঠার লড়াই করে যাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে খেলছে এই মুহূর্তে ভারত ও অস্ট্রেলিয়া। রোহিতরা যেখানে পয়েন্ট টেবিলে তিন নম্বরে সেখানে কামিন্স বাহিনী দু নম্বরে রয়েছে এখন। ভারত ১৭ ম্য়াচ খেলে মোট ৯ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। জয়ের শতকরা হার ৫৫.৮৮। মেলবোর্ন ও সিডনিতে দুটো জয় নিশ্চিতভাবে রোহিতদের ফাইনালের টিকিট পাকা করে দেবে। সেক্ষেত্রে অন্য় কোনও দলের দিকে তাকাতে হবে না তাঁদের। অন্য়দিকে অস্ট্রেলিয়া ১৫ টেস্টের মধ্যে ৯ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। তাদের জয়ের শতকরা হার ৫৮.৮৯।
কিন্তু যদি মেলবোর্ন টেস্ট ড্র হয় তাহলে? এই পরিস্থিতিতে সিডনি টেস্টে জিতে গেলে ভারতের জয়ের শতকরা হার হবে ৫৭.০১৭। সেই পরিস্থিতিতে রোহিত বাহিনীকে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা সিরিজের দিকে। সেখানে একটি ম্য়াচে অন্তত ড্র হতেই হবে। তখন কামিন্সদের জয়ের শতকরা হার হবে ৫৫.২৬ শতাংশ।
অস্ট্রেলিয়া যদি মেলবোর্ন ও সিডনিতে দুটো ম্য়াচই ড্র করে, সেক্ষেত্রে তাদের শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্য়াচে জিততেই হবে। তবেই তাঁরা ফাইনালে চলে যাবে। আর যদি মেলবোর্ন ও সিডনি দুটো ম্য়াচেই অজিরা জিতে যায়, তবে ভারতের আশা নেই আর কোনও। সরাসরি শ্রীলঙ্কা সিরিজের আগেই ফাইনালে পৌঁছে যাবে কামিন্স বাহিনী।
দক্ষিণ আফ্রিকাকে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরিয়ন টেস্টে বেশ লড়াই করেই জিততে হল। ১৪৮ রান তাড়া করতে নেমে একটা সময় তারা ৯৯/৮ হয়ে গিয়েছিল। সেখান থেকে কাগিসো রাবাডা ও মার্কো ইয়েনসেনের ৫১ রানের পার্টনারশিপ জয়ের রাস্তা তৈরি করে দেয়। ১১ ম্য়াচ খেলে তারা ৭ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে এখনও পর্যন্ত চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে।
মেলবোর্ন টেস্টে এই মুহূর্তে কিছুটা চাপেই ভারত। ৩৪০ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাঁদের সামনে। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে শুরুটাও ভাল হয়নি। রোহিত, বিরাট আরও একবার ব্যর্থ হলেন। কে এল রাহুল তো খাতাই খুলতে পারেননি। তবে অর্ধশতরান হাঁকিয়েছেন যশস্বী জয়সওয়াল।