সিডনি: আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) বর্ডার গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy)। পারথে প্রথম ম্য়াচে মুখোমুখি হবে ২ দল। নিঃসন্দেহে এই সিরিজে দু দলেরই অনেক সিনিয়র ক্রিকেটারের দিকে নজর থাকবে। ভারতের বিরাট কোহলি যেমন তাঁদের মধ্যে অন্যতম, তেমনই অস্ট্রেলিয়াও তাকিয়ে থাকবে দলের তারকা ব্যাটার স্টিভ স্মিথের দিকে। কিন্তু প্রাক্তন বিশ্বজয়ী অজি অধিনায়ক অ্য়ারন ফিঞ্চ মনে করছেন বিরাট অথবা স্মিথ নয়। আসন্ন বর্ডার গাওস্কর ট্রফিতে ব্যাট হাতে বাজিমাত করতে পারেন তরুণ ভারতীয় ব্যাটার।


বর্ডার-গাওস্কর ট্রফির দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। দু দলের তরেফেই মাঠের বাইরের যুদ্ধ হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া শিবিরের তরফে তো হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কোহলি সবার আগে পারথে পৌঁছে গিয়েছিলেন। চলতি বছরে একেবারেই ব্যাটে রান নেই প্রাক্তন ভারত অধিনায়কের। এই পরিস্থিতিতে ডানহাতি ব্যাটার নিশ্চিতভাবেই চাপে আছেন হাইভোল্টেজ সিরিজের আগে। তবে প্রাক্তন অজি অধিনায়ক অ্য়ারন ফিঞ্চ মনে করেন, আসন্ন সিরিজে ব্যাট হাতে নজর কাড়বেন যশস্বী জয়সওয়াল। অভিষেকের পর থেকেই ভারতীয় টেস্ট দলে নিজের জায়গা পাকা করে ফেলেছেন মুম্বইয়ের তরুণ ব্যাটার। ফিঞ্চ বলছেন, ''আমার মনে হয় না ভারতীয় ব্যাটাররা সেভাবে অজি পেসারদের সামনে জ্বলে উঠতে পারবেন। তবে জয়সওয়াল দুর্দান্ত প্লেয়ার। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ও আগে কখনও খেলেনি। তবে আমার মনে হয় ও এখানে বাউন্স সামলে বেশ সাবলীলভাবেই খেলতে পারবে। পারথে শুরুটা ওর জন্য় একটু চ্যালেঞ্জিং হতে পারে।''


এখনও পর্যন্ত বাঁহাতি ভারতীয় ওপেনার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ২৬ ইনিংসে খেলতে নেমে মোট ১৪০৭ রান করেছেন। তার মধ্যে রয়েছে দুটো দ্বিশতরানের ইনিংসও। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দুটো ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন যশস্বী। 


ফিঞ্চ আরও বলেন, ''আমার মনে হয় দু দলেই বিশ্বমানের পেসার রয়েছে। ফলে টপ অর্ডারকে দ্রুত ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে দু দলেরই। কিন্তু লোয়ার অর্ডারে ভারতের ঋষভ পন্থ ও অস্ট্রেলিয়ার অ্য়ালেক্স ক্যারি এক্স ফ্যাক্টর হতে পারে। দুজনেই চালিয়ে খেলতে পছন্দ করে। দ্রুত রান তুলতে পারে।'' উল্লেখ্য, বর্ডার গাওস্কর ট্রফিতে ৫ ইনিংসে ৬৯ গড়ে ২৭৪ রান ঝুলিতে পুরেছেন পন্থ। ২০২০-২১ মরশুমের এই সিরিজে ভারতের জয়ের অন্য়তম নায়ক ছিলেন তরুণ উইকেট কিপার ব্যাটার।