অ্য়াডিলেড: পারথ টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। যা স্বস্তি দিয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। এরইমধ্যে সুখবর পেলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) নতুন সময়সূচি। যার সুবাদে দ্বিতীয় টেস্টে আর ঘুম নষ্ট করতে হবে না ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেট মানেই ভারতীয় সময়ে অনেক ভোরে খেলা শুরু হয়ে থাকে। যার জন্য অনেকেই দিনের শুরুর খেলা দেখতে পারেন না। তবে অ্য়াডিলেড টেস্টে আর তেমনটা হচ্ছে না। 


গোলাপি বলের টেস্ট খেলবে ভারত-অস্ট্রেলিয়া অ্য়াডিলেডে। যা দিন রাতের টেস্ট হতে চলেছে। তার জন্যই খেলা কিছুটা দেরিতে শুরু হতে চলেছে অ্যাডিলেডে। প্রথম টেস্টটি পারথে হয়েছিল। সেখানে খেলা শুরু হয়েছিল ভারতীয় সময় ৭.৫০ এ। তবে অ্যাডিলেডে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল ৯.৩০ এ। দু দলের অধিনায়ক ভারতীয় সময় সকাল ৯টায় টসের জন্য মাঠে নামবেন। 


এখনও পর্যন্ত দিন রাতের টেস্টে অস্ট্রেলিয়া ১২ ম্য়াচের মধ্যে ১১ বার জয় ছিনিয়ে নিয়েছে। একমাত্র হার এসেছিল এই বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অন্য়দিকে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত চারটি দিন রাতের টেস্ট খেলেছে। তার মধ্যে তিনটি ম্য়াচ জিতেছে তারা। ১ ম্য়াচে হারতে হয়েছে। যা সেই লজ্জার ৩৬ রানে ইনিংসে অল আউট হওয়ার ম্য়াচ ছিল।


টেস্ট শুরুর আগে দিন হাতে এখনও দিন দু'য়েক সময় রয়েছে। তবে শুক্রবার অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর বৃষ্টি হলে যে পেসাররা বাড়তি সাহায্য পাবেন, বলার অপেক্ষা রাখে না। সংগঠকদের আশা, ৫৩ হাজার দর্শক কানায় কানায় ভরিয়ে তুলতে পারেন গ্যালারি। এমনিতেই ঘাসের পিচে পেসাররা বাড়তি সাহায্য পান। তার উপর গোলাপি বলে ব্যাট করা ভীষণই কঠিন ব্যাটারদের কাছে।


পারথে প্রথম টেস্টে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বর্ডার গাওস্কর ট্রফির প্রথম ম্য়াচে প্রথম ইনিংসে দুই দলই ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে ৫৩৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় ভারতীয় দল। কিন্তু অজিরা ২৩৮ রানে গুটিয়ে যায় দ্বিতীয় ইনিংসে। পারথে দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি শতরান হাঁকিয়েছিলেন। অ্য়াডিলেড টেস্টে ভারতীয় একাদশে ফিরতে চলেছেন রোহিত শর্মা ও শুভমন গিল। প্রথম টেস্টে জসপ্রীত বুমরা নেতৃত্বভার সামলেছিলেন।