পারথ: ওপটাস স্টেডিয়ামে শুক্রবার থেকে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) দ্বৈরথ। কিন্তু মহারণের আগের দিনও আকাশের মুখ কালো। যা একেবারেই ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে না। সেখানকার স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, পারথ টেস্টের প্রথম দুই দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে খেলার সময়। বুধবার বৃষ্টি হয়েছে। আবহাওযার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন আকাশ মেঘলা থাকবে। ২০-৩৪ শতাংশ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথম দিন। সেক্ষেত্রে ম্য়াচ শুরুর পর বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে।
শুধু আবহাওয়া নয়, পিচও চিন্তার কারণ হতে পারে। সাধারণত ওপটাস স্টেডিয়ামের পিচের তৃতীয় দিনের পর থেকে ফাটল ধরে। পরের তিনদিনে ব্য়াটারদের জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে যায়। কিন্তু ম্য়াচের আগের রাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্থে। সেক্ষেত্রে নিঃসন্দেহে মাঠের ও পিচের হাল কিছুটা পরিবর্তন হবেই। সেক্ষেত্রে এমনও হতে পারে যে টস জয়ী দলের অধিনায়ক প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সকাল ১০.২০ থেকে ম্য়াচ শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে সকাল ৬ থেকে সূর্যের দেখা মিলতে পারে। এছাড়া তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া এই স্টেডিয়ামে যে চারটি টেস্ট ম্য়াচ খেলতে নেমেছে, চারটি ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা। অন্যদিকে ২০১৮ সালে ভারতীয় ক্রিকেট দল একবার মাত্র এই ভেন্যুতে খেলেছে। সেবারের বর্ডার গাওস্কর ট্রফির সেই ম্য়াচটি হারতে হয়েছিল বিরাটের দলকে।
বুধবার, ১৪ নভেম্বর থেকে টিম ইন্ডিয়া পারথে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবারের ভারতীয় দলে হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডির মতো বেশ কিছু নবাগত তারকারাও রয়েছেন। সিরিজ় শুরুর আগে সেই তরুণদের উদ্দেশেই বিশেষ বার্তা দেন কোচ গৌতম গম্ভীর, বিরাট কোহলিরা। বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে এমনটাই জানিয়েছেন নায়ার।
আসন্ন সিরিজে বিরাট কোহলির দিকে নজর থাকবে সবার। কোহলি অনুশীলনে নামছেন শুনেই সে কী কাণ্ড! অজ়ি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী সমর্থকরা যেই মাত্র জানতে পারেন বিরাট কোহলি অনুশীলন করতে নামছেন, তৎক্ষনাৎ তাঁরা অনুশীলন সংলগ্ন স্থানের গাছগুলিতে উঠে পড়েন। কেউ কেউ তো কোহলিকে এক ঝলক দেখবেন বলে নিজেরা সঙ্গে করে মই পর্যন্ত নিয়ে এসেছিলেন। এই ঘটনাই কিন্তু প্রমাণ করে দেয় যে, কোহলির ব্যাটে রান থাকুক বা না থাকুক, তার জনপ্রিয়তায় কিন্তু বিন্দুমাত্র খরা পড়েনি।