পারথ: আগামীকাল থেকে শুরু হতে চলেছে বর্ডার গাওস্কর ট্রফির প্রথম টেস্ট। গত এক দশকে প্রথমবার টুর্নামেন্টে দেখতে পাওয়া যাবে না চেতেশ্বর পূজারাকে। ভারতীয় একাদশে তিন নম্বর স্লটে অটোমেটিক চয়েস ছিলেন পূজারা। রাহুল দ্রাবিড়, ভিভি এস লক্ষ্মণের মতই চেতেশ্বর পূজারাও ছিলেন অস্ট্রেলিয়া দলের কাছে আতঙ্কের এক নাম। কিন্তু আসন্ন সিরিজে পূজারাকে ভারতীয় দলে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অজি পেসার জস হ্যাজেলউড। পূজারা বাধা যে কতটা যন্ত্রণার অজিদের কাছে, তা হ্যাজেলউড খুব ভাল মতই বুঝতে পেরেছিলেন গত দুটো বর্ডার গাওস্কর ট্রফিতে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১ ম্য়াচে মোট ৯৯৩ রান করেছিলেন পূজারা। ৪৭.২৮ গড়ে রান তুলেছিলেন ডানহাতি ব্যাটার। ক্যাঙ্গারুর দেশে পাঁচটি অর্ধশতরান ও তিনটি শতরানও রয়েছে তাঁর নামের পাশে। ২০১৮-১৯ সিরিজে সিরিজ সেরার পুরস্কারও পেয়েছিলেন পূজারা। হ্যাজেলউড বলছেন, ''আমি বেজায় খুশি যে চেতেশ্বর পূজারা এবার ভারতীয় দলের সদস্য নয়। ওঁ অবশ্যই এমন একজন যে ঘণ্টার পর ঘণ্টা ক্রিজে কাটিয়ে দেন। প্রতিবার ওঁর উইকেট তুলতে প্রচুর কালঘাম ফেলতে হয়। অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে প্রত্যেকবারই দুর্দান্ত পারফর্ম করেছেন পূজারা।''
সিরিজ শুরুর আগে সাংবাদিক বৈঠকে এসে তারকা অজি পেসার বলছেন, ''এই মুহূর্তে ভারতীয় দলে অসংখ্য প্রতিভাবান দুর্দান্ত তরুণ প্লেয়ার উঠে এসেছেন। ওরা সবাই পারফর্ম করে এসেছে আগে। আমাদের কাছে আলাদা কিছু মনে হবে না। নতুন যারা খেলবে তারাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাবে। সবাই বড় বড় নাম।''
আসন্ন সিরিজে ফের কি বিরাট কোহলির জন্য আলাদা করে গেমপ্ল্যান থাকছে? হ্যাজেলউড বলছেন, ''আলাদা করে বিরাটের জন্য কোনও গেমপ্ল্যান নয়। বুমরা, পন্থ সবার জন্য়ই ভাবতে হচ্ছে। ওঁরা প্রত্যেকে অস্ট্রেলিয়ার মাটিতে আগেও ভাল পারফর্ম করেছে। ওই দুজনে নিজেরা নিজেদের স্কিল দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে ওস্তাদ। পন্থের মত ব্যাটারের বিরুদ্ধে প্ল্যান বি ও প্ল্যান সি তৈরি রাখতেই হবে। আমাদের দলেও ট্রাভিস হেড , মিচেল মার্শের মত প্লেয়ার আছে, যাঁরা খেলাটা ছিনিয়ে আনতে পারে।''
স্টার্ক, কামিন্সের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় ব্যাটিংয়ে ভাঙার দায়িত্ব থাকবে হ্যাজেলউডের বিরুদ্ধে। অজি পেসার বলছেন, ''আইপিএলে আমরা সবাই একসঙ্গে খেলি। এখন আর আগেরকার মত কোনও প্লেয়ারের আলাদা কিছু সিক্রেট থাকে না। সবাই সবার দুর্বলতা, শক্তি সম্পর্কে ওয়াকিবহল। আমি ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে আগেও বল করেছি। ওঁদের বিরুদ্ধে কীভাবে খেলতে হবে এটুকু আভাস রয়েছে।''