সিডনি: বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) দেশে ফেরানোর সুযোগ অস্ট্রেলিয়ার কাছে। পাঁচ টেস্টের সিরিজে ২-১ এগিয়ে রয়েছেন প্যাট কামিন্সরা। সিডনিতে পঞ্চম তথা শেষ টেস্ট ড্র করলেই সিরিজ জিতে নেবে অস্ট্রেলিয়া (India vs Australia)।
আর সেই টেস্টের আগে একাদশ ঘোষণা করে দিলেন প্যাট কামিন্সরা। যে দলে চমক বলতে, ফর্ম হারানো অলরাউন্ডার মিচেল মার্শকে (Mitchell Marsh) বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে দলে নেওয়া হয়েছে তাসমানিয়ার অলরাউন্ডার বিউ ওয়েবস্টারকে (Beau Webster)।
চলতি সিরিজে একেবারেই ছন্দে নেই মার্শ। ৪ টেস্টে ব্যাট হাতে মাত্র ৭৩ রান করেছেন। ১০.৪২ ব্যাটিং গড়ে। বল হাতেও নজর কাড়তে ব্যর্থ মার্শ । কামিন্স জানিয়েছেন, তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নির্বাচকদের ।
তবে অস্ট্রেলিয়ার স্বস্তি বলতে, চোট থাকলেও মিচেল স্টার্ক সিডনি টেস্টে খেলবেন। তিনি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মেলবোর্ন টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে যন্ত্রণা উপেক্ষা করেও বল করেছিলেন স্টার্ক। ১৬ ওভার বল করেছিলেন গতির সঙ্গে আপোস না করে। কামিন্স জানিয়েছেন, শেষ টেস্টে খেলার জন্য মুখিয়ে ছিলেন স্টার্ক নিজেও ।
আরও পড়ুন: মেলবোর্নে হারের পর প্রবল বকুনি গম্ভীরের, ড্রেসিংরুমের খবর ফাঁস হতেই ক্ষুব্ধ পাঠানরা
তবে মেলবোর্নের বিজয়ী একাদশ পাল্টে ফেলতেও দুবার ভাবেনি অস্ট্রেলিয়া। ঘরোয়া ক্রিকেটে হইচই ফেলা অলরাউন্ডার ওয়েবস্টারকে রাখা হয়েছে একাদশে। কামিন্স বলেছেন, 'মিচি রান পায়নি। আমাদের তাই মনে হয়েছে নতুন কাউকে সুযোগ দেওয়ার কথা। বিউ দারুণ ছন্দে রয়েছে। তবে মিচির কাছে এটা ধাক্কা। আমরা জানি দলে ও কতটা গুরুত্বপূর্ণ। তারপরেও মনে হয়েছে বিউয়ের কাছে এটা সুযোগ পাওয়ার সেরা সময়।'
সিডনি টেস্টের অস্ট্রেলিয়া দল
স্যাম কনস্টাস, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।
আরও পড়ুন: ঘরে-বাইরে প্রতিপক্ষ ইংল্যান্ড, বাংলাদেশেও খেলতে যাবে টিম ইন্ডিয়া, ২০২৫ সালের পূর্ণাঙ্গ সূচি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।