মেলবোর্ন: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) বক্সিং ডে টেস্টের প্রথম দিনই ধুন্ধুমার বেঁধে গেল মাঠে। স্যাম কনস্টাস বনাম বিরাট কোহলি দ্বন্দ্বে হস্তক্ষেপ করতে হল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-কে। কনস্টাসের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় অভিযুক্ত কোহলিকে প্রথম দিনের খেলার শেষে জরিমানা করা হল।


আর বক্সিং ডে টেস্টের প্রথম দিনই ভাইরাল হল কোহলি ও রোহিত শর্মার বলা দুটি হিন্দি বাক্য। যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফেনে। কনস্টাস-কোহলি সংঘাতের পর মাঠে তখন অগ্নিগর্ভ পরিস্থিতি। উত্তেজনায় ফুঁসছে দুই শিবির।


তারই মাঝে নজর কেড়ে নিচ্ছিল মহম্মদ সিরাজ (Mohammed Siraj) বনাম মার্নাস লাবুশেনের (Marnus Labuschagne) দ্বৈরথ। লাবুশেনকে বারবার পরাস্ত করছিলেন সিরাজ। কিন্তু উইকেট পাচ্ছিলেন না। লাবুশেনও ছাড়ার পাত্র নন। টিকা-টিপ্পনি চলতেই থাকে। সিরাজকে সেই সময়ই সতর্ক করে দেন কোহলি। স্টাম্প মাইক্রোফোনে কোহলির যে মন্তব্য ধরা পড়ে।


আরও পড়ুন: পি ভি সিন্ধুর রিসেপশনে চাঁদের হাট, অলিম্পিক্সে জোড়া পদকজয়ীর অনুষ্ঠানে মেন্যুতে কী ছিল?


সিরাজকে কী বলেছেন কোহলি? হিন্দিতে কোহলিকে বলতে শোনা যায়, 'হাস কে বাত নহী করনা ইনসে।' যার বাংলা করলে দাঁড়ায়, 'এদের সঙ্গে হেসে কথা বলিস না।' চলতি সিরিজে এর আগেও লাবুশেনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে সিরাজের। যদিও কোহলি কার্যত পরিষ্কার করে দিয়েছেন যে, তিনি মাঠে কোনও সৌজন্য চান না।


 






মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিন ভাইরাল হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার বলা একটি কথাও। অস্ট্রেলিয়া ইনিংসে তখন বল করছিলেন রবীন্দ্র জাডেজা। সিলি পয়েন্টে ফিল্ডিং করছিলেন যশস্বী জয়সওয়াল। একটি ডেলিভারির সময় দেখা যায়, জয়সওয়াল আগেই উঠে দাঁড়িয়ে পড়েছেন। যা দেখে বিরক্তি প্রকাশ করেন রোহিত। তিনি ধমক দেন যশস্বীকে। বলেন, 'আরে য্যায়সু (দলে যশস্বীর ডাকনাম), গলি ক্রিকেট খেল রহা হ্যায় কেয়া? নীচে ব্যাঠ কে রহ, যব তক বল খেলেগা নহী, উঠনে কা নহী। নীচে ব্যাঠ কে রহ।' বাংলা করলে দাঁড়ায়, 'কী রে য্যায়সু, গলির ক্রিকেট খেলছিস? নীচে বসে থাক। যতক্ষণ না বল খেলছে, বসে থাক। উঠবি না।'


দুটি লাইনই সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করল।






আরও পড়ুন: খেলেছেন ইউসুফ পাঠান-হুডাদের বিরুদ্ধে, হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ঊনচল্লিশেই মৃত্যু!



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।