অ্যাডিলেড: বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রবাদপ্রতিম চরিত্র তিনি। নামের পাশে জ্বলজ্বল করছে সাতশোর ওপর আন্তর্জাতিক উইকেট। সেই হরভজন সিংহের (Harbhajan Singh) ছেলেও কি এবার বাইশ গজে পা রাখতে চলেছে?
ছেলেকে নিয়ে আশার কথা শুনিয়েছেন ভাজ্জি নিজে। বলেছেন, 'আমার পুত্র জোভান যদি ভারতীয় দলে খেলে, আমি চাইব ১০ নম্বর জার্সি পরে খেলুক (যে জার্সি পরে সচিন তেন্ডুলকর খেলতেন)। এটা ওর জন্য ভীষণ স্পেশ্যাল সংখ্যা আর আশা করছি ও গর্বের সঙ্গে সেটা পরবে। আমি চাই ও যেন সচিনের চেয়েও বেশি খ্যাতি অর্জন করে। আর সেটা করে দেখালে শুধু যে আমি খুশি হব তাই নয়, গোটা দেশ উৎসব করবে।'
আরও পড়ুন: জ়িম্বাবোয়ের কাছেও ধাক্কা, সিরিজ জিতলেও শেষ ম্যাচে দগদগে ক্ষত নিয়ে মাঠ ছাড়ল পাকিস্তান
কথায় কথায় ভারতীয় ক্রিকেটের দুই কীর্তিমান, দুই কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও কপিল দেবের প্রসঙ্গও তুলেছেন হরভজন। বলেছেন, 'কপিল দেব ও সচিন এমন সব পর্বতসম রেকর্ড গড়ে গিয়েছেন যে, আমাদের মতো লক্ষ লক্ষ ভক্ত তা দেখে অনুপ্রাণিত হয়েছি। আমি চাই সেই রেকর্ডগুলো কেউ ভাঙছে সেটা দেখে যেতে। এটা শুধু ওদের রেকর্ড ভাঙাই নয়, বরং নতুন মাইলফলক তৈরি করা যা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মকে আরও উৎসাহ দেবে। ভারতীয় ক্রিকেটের সীমানা আরও প্রশস্ত হবে।'
ক্রিকেট মাঠে এখন বায়োপিকের চল। মহেন্দ্র সিংহ ধোনি, মহম্মদ আজহারউদ্দিনদের জীবন নিয়ে সিনেমা হয়েছে। হরভজন সিংহকে নিয়ে সিনেমা হলে পর্দার ভাজ্জি হবেন কে? হরভজন বলছেন, 'আমার জীবন নিয়ে কোনও দিন সিনেমা তৈরি হলে ভিকি কৌশল হবে আমার চরিত্রের জন্য আদর্শ। পাঞ্জাবের প্রাণশক্তি, আমার মাঠের মধ্যের আগ্রাসন, মাঠের বাইরের চরিত্র, সব তুলে ধরার জন্য ওই সেরা অভিনেতা।'
আরও পড়ুন: বাবাকে কাঁদতে দেখে বদলে যায় জীবন, কীভাবে ভারতের জার্সিতে খেলার স্বপ্নপূরণ নীতীশ রেড্ডির?