ব্রিসবেন: এই মাঠেই অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করেছিল ভারত (India vs Australia)। লোকের মুখে মুখে ফিরেছিল, 'গাব্বা কা ঘমণ্ড টুটা...'। সেই গাব্বাতেই ভারতীয় শিবিরকে রীতিমতো আতঙ্ক ছেঁকে ধরেছিল। শিয়রে ফলো অনের লজ্জা। সঙ্গে ম্যাচ হারার অশনি সংকেত।

তবে অবিচ্ছেদ্য দশম উইকেটে অবিশ্বাস্য লড়াইয়ে ফলো অন এড়ালেন দুই বোলার। তাঁদের মধ্যে একজন, যশপ্রীত বুমরা, বল হাতেও ভারতের রক্ষাকর্তা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। চূড়ান্ত চাপের মুখে ২৭ বলে অপরাজিত ১০ রানের মহার্ঘ ইনিংস খেললেন। দ্বিতীয়জন, আকাশ দীপ, ঘরোয়া ক্রিকেটে খেলেন বাংলার হয়ে। মঙ্গলবার ক্রিজে নেমেছিলেন বিরাট কোহলির ব্যাট নিয়ে। ৩১ বলে ২৭ রান করে অপরাজিত। মেরেছেন দুটি চার ও একটি বিশাল ছক্কা। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে চার মেরেই তিনি ফলো অন বাঁচানো নিশ্চিত করেন। তারপর সেই ওভারেই কামিন্সকে গ্যালারিতে ওড়ান আকাশ।

যে ছক্কা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কারণ, কোহলির ব্যাট নিয়ে ছক্কা মেরেছেন আকাশ। যা দেখে হতবাক কোহলিও। এমনিতেই আকাশ-বুমরা জুটি ফলো অন বাঁচানোর পরই এক দফা উৎসব করেন কোহলি। কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মারাও উচ্ছ্বাস প্রকাশ করেন। 

 

তবে কামিন্সকে মারা আকাশের ছক্কা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যান কোহলি। বল গ্যালারিতে উড়ে যাচ্ছে বুঝতে পেরেই তিনি ড্রেসিংরুমে উঠে দাঁড়িয়ে বাইরের দিকে অবাক হয়ে দেখতে থাকেন। কোহলির চোখে মুখে ছিল বিস্ময়। সেই অভিব্যক্তির ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ম্যাচে এখনও চাপে ভারত। তবে ফলো অন বাঁচিয়ে ফেলায় মনে করা হচ্ছে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে। ভারতের সুবিধা হয়ে যাচ্ছে বারবার বৃষ্টি নেমে খেলায় বিঘ্ন ঘটানোয়। ম্যাচের পুরো সময় খেলাই হচ্ছে না।

অস্ট্রেলিয়ার ৪৪৫ রান তাড়া করতে নেমে মঙ্গলবার, চতুর্থ দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ২৫২/৯। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ১৯৩ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। বুধবার ম্যাচের শেষ দিন। একমাত্র অলৌকিক কিছু হলে তবেই জিততে পারে অস্ট্রেলিয়া। যদি দ্রুত রান তুলে তারা দ্বিতীয় ইনিংস দ্রুত ডিক্লেয়ার করেও দেয়, দ্বিতীয় ইনিংসে ফের ভারতের ব্যাটিংয়ে ধস নামতে হবে।

যা সহজসাধ্য নয় বলেই মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: বিরাট ব্যবধানে হার তৃণমূল সাংসদের, দিল্লি ক্রিকেট সংস্থার মসনদে অরুণ জেটলি-পুত্রই

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।