ব্রিসবেন: চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) রানের মধ্যে নেই রোহিত শর্মা (Rohit Sharma)। শুধু এই সিরিজেই নয়। চলতি বছরেই ব্যাট হাতে একেবারেই অফফর্মে রয়েছেন ভারত অধিনায়ক। এবার হিটম্যানের ফিটনেস নিয়েই প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার ড্যারেল কালিনান। চলতি বছরে ১২ টেস্টে মোট ৫৯৭ রান করেছেন রোহিত শর্মা। তাঁর গড় ২৭.৮৩। ঝুলিতে রয়েছে দুটো শতরান।
ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জঘন্য ব্যাটিং পারফরম্য়ান্স করেছিলেন রোহিত। পারথে প্রথম টেস্টে ছিলেন না ভারতীয় দলে। নিজের দ্বিতীয় সন্তানের জন্মের সময়ে স্ত্রী রীতিকার সঙ্গে ছিলেন হিটম্যান। যার জন্য বর্ডার গাওস্কর ট্রফির প্রথম টেস্টে ভারতীয় দলের সঙ্গে ছিলেন না। দ্বিতীয় টেস্টে অধিনায়ক হিসেবে অ্য়াডিলেডে ফিরলেও দলকে জেতাতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ড্যারেল কুল্লিনান বলছেন, ''রোহিত ও বিরাটের দিকে একবার দেখুন। তাহলেই একটা তফাৎ চোখে পড়বেই। ওঁদের দুজনের ফিটনেস একেবারে আলাদা। রোহিতকে দেখলেই বোঝা যায় যে ওঁর ওজন অনেকটা বেড়ে গিয়েছে। ওকে দেখে দীর্ঘমেয়াদি ক্রিকেটার একেবারেই মনে হয় না আর। চার বা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার মত অবস্থায় এখন নেই আর রোহিত।'' দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৭০ টেস্ট ও ১৩৮টি ওয়ান ডে ম্য়াচ খেলা ড্যারেল বলছেন, ''রোহিতের ফিটনেস একটা বড় সমস্যা। টেস্ট ম্য়াচ খেলার ফিটনেস একেবারেই ওঁর নেই।''
আগামী শনিবার ১৪ ডিসেম্বর থেকে বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট শুরু হবে। ইতিমধ্যেই ভারতীয় দল ব্রিসবেন পৌঁছে গিয়েছে। অনুশীলনও শুরু করে দিয়েছে সেখানে। রিপোর্ট অনুযায়ী ব্রিসবেনে রোহিতকে নতুন বলের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা যায়। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপদের বিরুদ্ধে নতুন বলে ব্যাট করতে দেখা যায় রোহিতকে। এই অনুশীলনই ভারতীয় দলের অধিনায়কের ওপেনিংয়ে প্রত্যাবর্তনের স্পষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে।
রোহিত কিন্তু দ্বিতীয় টেস্টের আগে নতুন বলে ভারতীয় ফাস্ট বোলারদের বিরুদ্ধে অনুশীলন করেননি। তাই গাব্বায় তাঁকে নতুন বলের বিরুদ্ধে অনুশীলন করতে দেখে আন্দাজ করা হচ্ছে যে হয়তো তৃতীয় টেস্টে নিজের পছন্দের ব্যাটিং জায়গাতেই ফিরবেন তিনি। অবশ্য এই বিষয়েও ভিন্ন লোকের ভিন্ন মত রয়েছে। তাই এখনই নিশ্চিতভাবে রোহিতের ওপেনিংয়ে প্রত্যাবর্তন সম্পর্কে বলা যাবে না।