ব্রিসবেন: বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) তৃতীয় টেস্টে আগামী ১৪ ডিসেম্বর থেকে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) মুখোমুখি হতে চলেছে। এই মুহূর্তে সিরিজের ফল ১-১। নিঃসন্দেহে দুটো দলের কাছেই আসন্ন টেস্ট বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ম্য়াচের আগেই ভারতীয় দলের সবচেয়ে বড় তারকাকে হুঙ্কার দিলেন মিচেল মার্শ। গত দুটো ম্য়াচে টানা বুমরার বলে নাকানিচােবানি খেয়েছেন অজি ব্যাটাররা। তবুও বুমরার বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার আগে অজি অলরাউন্ডারের বক্তব্য পুরো দল তৈরি হয়েই মাঠে নামবে।


বৃহস্পতিবার মিচেল মার্শ বলেন, ''বিশ্বের সেরা বোলারের বিরুদ্ধে খেলতে নামলে সে সময় শুধু সেই বোলারের নামটিকেই মাথায় রাখতে হবে। নিজের মত করে সেই বোলারের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে হবে। তাঁকেও পাল্টা চাপে ফেলার কৌশল প্রয়োগ করতে হবে। আমি জানি বুমরা এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার। তাঁর বিরুদ্ধে গোটা সিরিজে খেলার মানসিকতা তৈরি করতে হবে।''


উল্লেখ্য, অস্ট্রেলিয়ার টপ অর্ডারের একমাত্র ব্যাটার মার্শ, যিনি বুমরার বলে এই সিরিজে এখনও আউট হননি। বুমরার বিরুদ্ধে খেলার জন্য কিছু নির্দিষ্ট পন্থাও অবলম্বন করতে চাইছেন মার্শ। তিনি বলেন, ''কখনও কখনও এমন বিশ্বমানের বোলারের বিরুদ্ধে খেলার সময়ে তাঁর স্পেলটি ছেড়ে দিতে হয়। আবার কখনও সুযোগ বুঝে তাঁকে আক্রমণ করা উচিৎ। দলগত প্ল্যানের বাইরে গিয়েও কখনও বুদ্ধি খাটিয়ে সেই বোলারের বিরুদ্ধে ব্যাটিং করতে হয়।''


এদিকে, অস্ট্রেলিয়ান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, বুমরা নিজের চোটের সমস্ত আশঙ্কা ঝেড়ে ফেলে ভারতীয় নেটে ফেরেন। তিনি পুরোদমে নেটে অনুশীলন করার আগে ভারতীয় দলের বাকিদের সঙ্গে পুরোদমে ওয়ার্ম আপও সারেন। দ্বিতীয় টেস্টে বোলিং করার সময়ই বুমরা হালকা চোট পান। তাঁর পেশিতে চোট লাগে। এরপরে ম্যাচ শেষে তিনি মঙ্গলবার বাকি দলের সঙ্গে অনুশীলন না করায় উদ্বেগ বাড়ে। তবে তারকা বোলারকে নেটে পুরোদমে বল করতে দেখা যাওয়ায় তাঁর চোট-শঙ্কা যে কেটেছে, তা বলাই বাহুল্য।


অবশেষে অনুশীলনের শুরুটা খানিকটা ধীরে সুস্থেই করেন বুমরা। প্রথমে তিনি অশ্বিনের পাশাপাশি নেটে বল করেন। তবে ফাস্ট বোলিং নয়, লেগ স্পিন করতে দেখা যায় তাঁকে। কিন্তু এরপরেই পুরোদমে জোর লাগিয়ে বল করতে দেখা যায় তাঁকে। নতুন বল হাতে রোহিতের বিরুদ্ধে একটি স্পেলও করেন বুমরা।