নয়াদিল্লি: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy 2025) ঝামেলায় জড়ালেন নীতিশ রানাকেকেআরের প্রাক্তন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে খেলেন এই মুহূর্তে। দিল্লির বিরুদ্ধে ম্য়াচ খেলতে নেমেছিল উত্তরপ্রদেশ। আগে দিল্লির হয়েই খেলতেন নীতিশ। কিন্তু এখন তিনি উত্তর প্রদেশের হয়ে খেলেন। 


কোয়ার্টার ফাইনালের ম্য়াচে দিল্লি বনাম উত্তরপ্রদেশ ম্য়াচে দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনির সঙ্গে ঝামেলায় জড়িয়ে যান উত্তর প্রদেশের রানা। দিল্লির ইনিংসের ১৩ তম ওভারে তৃতীয় বলে দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনি রানার বলে একটি সিঙ্গল নেন। স্ট্রাইকিং এন্ড থেকে নন স্ট্রাইকিং এন্ড থেকে আসার পর হঠাৎ করেই রানা এগিয়ে গিয়ে কিছু উত্তপ্ত বাক্যবিনিময়ে করতে থাকেন। আয়ুশও চুপ থাকেননি। তিনি নিজে এগিয়ে এসে কথা বলতে থাকেন। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠেন। আম্পায়ারকে এগিয়ে এসে ঝামেলা মেটাতে উদ্যত হতে হয়।


 






মুস্তাকের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চারটি দল। দিল্লি, মুম্বই, বঢোদরা, মধ্যপ্রদেশ সেমিতে জায়গা করে নিয়েছে। ভুবনেশ্বর কুমারের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশের হয়ে খেলছেন রানা। এর আগে যখন দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতেন রানা, তখন একবার দিল্লির হৃত্বিক শোকিনের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন রানা। তবে সেটি ছিল ২০২৩ সালের আইপিএলের সময়। কেকেআর বনাম মুম্বই ম্য়াচে ঝামেলায় জড়িয়েছিলেন রানা। 


এদিকে, ২০২৪ সালে নিলামে কেকেআর রানাকে নেয়নি। তাঁকে রিটেইনও করেনি। ২০১৮ সাল থেকে কেকেআরের হয়েই আইপিএলের মঞ্চ মাতিয়েছেন নীতীশ রানা। দলের সহ-অধিনায়ক তো ছিলেনই, ২০২৩ মরশুমে শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কেকেআরকে নেতৃত্বও দেন নীতীশ। তবে ৩০ বছর বয়সি অলরাউন্ডারকে কেকেআর এবারের মেগা নিলামের আগে রিটেন করেনি। এমনকী নিলামে তাঁকে দলে নেওয়ার জন্য দর পর্যন্ত হাঁকায়নি নাইট শিবির। তিনি শেষমেশ ৪.২ কোটি টাকায় রাজস্থান রয়্যালসে যোগ দেন। সম্ভবত এই ক্ষোভ থেকেই কেকেআরকে নাম না করে নিশানা করেছেন সাঁচি। তিনি ও নীতীশ, উভয়েই কেকেআরকে সোশ্যাল মিডিয়ায় আনফলোও করে দেন। তাঁদের সঙ্গে যে ফ্র্যাঞ্চাইজির সম্পর্কের অবনতির জল্পনা এর জেরে আরও বৃদ্ধিই পায় বটে। 


সোশ্যাল মিডিয়ায় নিলাম শেষের পরেই নীতীশ রানার স্ত্রী সাঁচি মারওয়া একটি পোস্ট করেন। সেই পোস্টে লেখা, 'আনুগত্য খুবই দামি। সকলের এটা দেখানোর সামর্থ্য থাকে না।' এই পোস্ট এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। সাঁচি সরাসরি কিছু না বললেও, অনেকেই মনে করছেন তাঁর এই পোস্টটি কেকেআরের উদ্দেশেই করা।