মেলবোর্ন: তিনি জাতীয় দলের কোচ থাকাকালীন বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তৈরি হয়েছিল দুর্দান্ত রসায়ন। এমনকী, অধিনায়ক কোহলির জোরাজুরিতে শাস্ত্রী দ্বিতীয়বার কোচের মেয়াদের জন্য আবেদন করেছিলেন একেবারে শেষ মুহূর্তে। দায়িত্বও নিয়েছিলেন। বিরাট কোহলির সাফল্য-ব্যর্থতায় পাশে থেকেছেন রবি শাস্ত্রী। অস্ট্রেলিয়ায় শাস্ত্রীর বিশেষ অনুমতি নিয়ে অনুষ্কাকে নিয়ে গিয়েছিলেন বিরাট। 


তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে স্যাম কনস্টাসের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে সেই শাস্ত্রীরও বকা খেতে হল কোহলিকে। মাঠের আগ্রাসন থেকে শুরু করে সব সময় যিনি কোহলির হয়ে ব্যাটিং করেছেন, সেই শাস্ত্রীই কোহলির আচরণে বিরক্ত। ফক্স ক্রিকেটে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে শাস্ত্রী বলেন, 'এটা অপ্রয়োজনীয়। একেবারে অপ্রয়োজনীয়। এটা কেউই দেখতে চাইবেন না। বিরাট সিনিয়র ক্রিকেটার। ও দলের অধিনায়ক ছিল। ওর হয়তো ওর মতো করে গোটা ঘটনার ব্যাখ্যা থাকবে। তবে এই দৃশ্য কেউই দেখতে পছন্দ করবে না।'