অ্যাডিলেড: আইসিসি-র (ICC) মসনদে এক ভারতীয়। ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আইসিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন জয় শাহ (Jay Shah)। তার পরেও মাঠের অশান্তির জন্য একতরফাভাবে শাস্তি পেতে হল মহম্মদ সিরাজকে (Mohammed Siraj)!


যা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা। বলা হচ্ছে, সিরাজ শাস্তি পেতেই পারেন। কিন্তু যাঁর সঙ্গে অ্যাডিলেড টেস্টে তাঁর অশান্তি হল, সেই ট্র্যাভিস হেড পুরোপুরি ছাড় পেলেন কীভাবে! শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হল অস্ট্রেলীয় ক্রিকেটারকে।


শনিবার আইসিসি জানিয়ে দিয়েছে, অ্যাডিলেড টেস্টে সিরাজ ও হেডের উত্তপ্ত বাক্য বিনিয়মের জন্য কড়া পদক্ষেপ করা হচ্ছে। সিরাজের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেখানে হেডকে শুধু সতর্ক করা হয়েছে। কোনও আর্থিক শাস্তি হয়নি।


অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টের দ্বিতীয় দিন হেডকে ইয়র্কারে বোল্ড করেন সিরাজ। তার পর উত্তেজিত অঙ্গভঙ্গি করেন তিনি। সিরাজের এই আচরণ পছন্দ হয়নি হেডের। তিনিও ড্রেসিংরুমে ফেরার সময় পাল্টা জবাব দেন। তাঁর ঠোঁটের নড়াচড়া দেখে অনেকেরই মনে হয়েছে যে, অশ্লীল মন্তব্য করেছেন হেড।


 






গোটা ঘটনার রিপোর্ট ম্যাচ রেফারি রঞ্জন মদুগালের কাছে জমা দেন মাঠের আম্পায়ারেরা। সেই রিপোর্ট তারপর যায় আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। সেই কমিটি দুই ক্রিকেটারকেই দোষী সাব্যস্ত করেছে। সিরাজের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাঁকে এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। অদ্ভুতভাবে হেডের কোনও জরিমানা হয়নি। শুধু একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে দুই ক্রিকেটারকেই।             





আরও পড়ুন: উত্তপ্ত আবহেই ফুটবল মাঠে ভারত বনাম বাংলাদেশ, গ্রুপে রয়েছে আর কোন দল?


তবে গত ২৪ মাসে এটাই প্রথমবার আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে নির্বাসনের মতো কড়া শাস্তি হয়নি সিরাজ বা হেড কারওই।


আরও পড়ুন: হারের ধাক্কা, বিশ্রামের ভাবনা বাতিল করে অভিশপ্ত মাঠেই প্র্যাক্টিসে নেমে পড়ছেন রোহিতরা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।