মেলবোর্ন: চলতি বর্ডার গাওস্কর ট্রফিটা (Border Gavaskar Trophy) যেন ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ নয়। অজি ব্যাটারদের সঙ্গে লড়াইটা মূলত হয়ে দাঁড়িয়েছে বুমরার। কখনও সেখানে ট্রাভিস হেড তো কখনও স্টিভ স্মিত তো কখনও মার্নাস লাবুশেন। অজি শিবিরে নামগুলো পরিবর্তন হলেও ভারতীয় দলে একমাত্র বুমরা যিনি আতঙ্কে রেখেছেন গোটা সিরিজে প্রতিপক্ষকে। মেলবোর্নেও তার ব্যতিক্রম দেখা গেল না। ম্য়াচ বাঁচানোর লড়াই করছে একদিকে টিম ইন্ডিয়া। অন্যদিকে বল হাতে ম্য়াজিক দেখিয়েই চলেছেন বুমরা। রবিবার ভারতীয় পেসারদের মধ্যে দ্রুততম ২০০ টেস্ট উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। এবার কিংবদন্তি অনিল কুম্বলেকেও টেক্কা দিলেন বুমরা।


বর্ডার গাওস্কর ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন বুমরা। এখনও পর্যন্ত ৩০ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন তিনি। সেনা উপমহাদেশে এশিয়ার বোলারদের মধ্য়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি বুমরা। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্য়ান্ডের মাটিতে টেস্টে এখনও পর্যন্ত ১৪২ উইকেট নিয়ে নিয়েছেন বুমরা। তালিকায় কুম্বলের ঝুলিতে ছিল ১৪১ উইকেট। এই তালিকায় সবার আগে রয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম। তিনি ১৪৬ উইকেট নিয়েছেন সেনা কান্ট্রিতে। তবে তাঁকেও হয়ত সিডনিতে টেক্কা দিয়ে দেবেন ভারতীয় পেসার।


চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে পারথে পাঁচ উইকেট নিয়েছিলেন। অ্য়াডিলেডে বুমরার ঝুলিতে ছিল ৪ উইকেট। ৬ উইকেট নিয়েছিলেন গাব্বায়। আর মেলবোর্নে প্রথম ইনিংসে ৪ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নেন।  




মেলবোর্নে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে স্যাম কনসটাস, ট্রাভিস হেড, মিচেল মার্শ ও অ্য়ালেক্স ক্যারি ও নাথান লিঁয়র উইকেট তুলে নিয়েছিলেন বুমরা। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্রুততম ২০০ উইকেটের মালিক হয়েছেন জসপ্রীত বুমরা। ৪৪ ম্য়াচ খেলে এই নজির গড়ে ফেলেছেন তিনি। প্যাট কামিন্স ও কাগিসাে রাবাডাও ৪৪ ম্য়াচে ২০০ উইকেট নিয়েছিলেন। সেই তালিকাতেই এবার যোগ দিলেন বুমরা। জসপ্রীত বুমরা টেস্ট ক্রিকেটে ৮৪৮৪ বল করে ২০০ উইকেটের মালিক হলেন। তিনি টপকে গিয়েছেন ভারতের হয়ে এই তালিকায় বুমরার আগে থাকা মহম্মদ শামিকে। তিনি ৯৮৯৬ বল করেছিলেন। বুমরা বিশ্ব ক্রিকেটে চতুর্থ দ্রুততম বোলার হিসেবে ২০০ উইকেট নিলেন বুমরা। তাঁর আগে রয়েছেন ওয়াকার ইউনিস, ডেন স্টেন ও কাগিসো রাবাডা।


এই মাইলস্টোন স্পর্শ করেছেন বুমরা ১৯.৫৬ গড়ে। যা বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে শীর্ষে। অর্থাৎ প্রতি ১৯.৫৬ বল পরে উইকেট পেয়েছেন বুমরা। এই তালিকায় তাঁর পরের দুটো নাম জোল গার্নার ও কার্টলি অ্য়াম্ব্রোজ।