রাজকোট: ছোটরা পেরেছেন, এবার সুযোগ বড়দের সামনে। সোমবার রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে মহিলাদের ওয়ান ডে ট্রফিতে (Women's One Day Trophy) দেশের সেরা হওয়ার লক্ষ্যে নামবে বাংলা। প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। সেই ফাইনাল ম্যাচের আগেই জাতীয় দল থেকে বাংলা দলে (Bengal Cricket Team) যোগ দিয়েছেন রিচা ঘোষ ও তিতাস সাধু। এবারের টি-২০-ট্রফিতে ফাইনালে পৌঁছেও খেতাব হাতছাড়া হয়েছিল বাংলার। ৫০ ওভারের ফর্ম্যাটে কি প্রবাল দত্তের কোচিংয়ে খেলা দল দেশের সেরা হবে?
ইতিমধ্যেই চলতি টুর্নামেন্টে মেয়েদের লিস্ট এ ক্রিকেটে ৩৯০ রান তাড়া করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলা দল। হরিয়ানার বিরুদ্ধে ৩৯০ রান তাড়া করে সেমিফাইনালে পৌঁছেছে বাংলা। তারপরে সেমিতে রেলওয়েজের বিরুদ্ধেও ৩০১ রান তাড়া করে জয় পেয়েছে ঝুলন গোস্বামীর মেন্টরশিপে খেলা বাংলা। ম্যাচের আগের দিন ঝুলনের পেপ-টক নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস। তবে গোটা টুর্নামেন্টেই বাংলা নিজেদের খেলায় প্রভাবিত করেছ। গত দুই ম্যাচেই বিরাট রান তাড়া করে জয়ের চাপ থাকলেও, সেই চাপের মুখে বাংলার ক্রিকেটারদের আত্মবিশ্বাস নজর কেড়েছে।
ব্যাটিংয়ে রিচার পাশাপাশি মিতা পাল, ধারা গুজ্জর, তনুশ্রী সরকাররা রয়েছেন। অপরদিকে, বোলিংয়ে একদিকে সাইকা ঈশাক যেমন নিজের উইকেট সংখ্যা বাড়াতে আগ্রহী হবেন, তেমনই তিতাসের গতিও দলকে শক্তিশালী করবে। গোটা টুর্নামেন্টেই বাংলার অশ্বমেধের ঘোড়া ছুটেছে। এবার খেতাব জিতে সেই সফর শেষ হয় কি না, সেটাই দেখার বিষয়।
ভারতসেরা বাংলার ছোটরা
জাতীয় স্তরে বাংলার খেতাব জয়ের অপেক্ষার অবসান ঘটিয়ে অনূর্ধ্ব ১৫ ওয়ান ডে ট্রফি (Women’s U-15 One-Day Trophy) চ্যাম্পিয়ন হল বাংলা।বয়সভিত্তিক এই ওয়ান ডে টুর্নামেন্টের খেতাবি লড়াইয়ের রাতে পাঞ্জাবকে ৪৭ রানে পরাজিত করল বাংলা। ব্যাটে, বলে দাপট দেখাল বাংলার মেয়েরা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা দল। ওপেনিংয়ে অদ্রিজা সরকার ও তড়িয়া সিংহ রায়ের শতাধিক রানের পার্টনারশিপ বাংলার হয়ে মজবুত ভিত গড়ে দেয়। অদ্রিজা ৬৩ বলে ৬২ রানের ইনিংস খেলে। তড়িয়ার ব্যাট থেকে ৬৮ বলে আসে ৪৩ রানের ইনিংস। তবে পরের দিকে সেই ভাল শুরুর খুব একটা লাভ তুলতে পারেনি বাংলা। ৩৫ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৫৭ রানে শেষ হয় বাংলার ইনিংস।
তবে বল হাতে শুরু থেকেই বেশ ভালই পারফর্ম করে বাংলার বোলাররা। নিরন্তর ব্যবধানে উইকেট হারানো পাঞ্জাবকে দেখে কখনই মনে হয়নি যে তারা জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৮ রানের লক্ষ্যে পৌঁছতে পারবে। শেষমেশ ছয় উইকেটের বিনিময়ে ১১০ রানে থামে পাঞ্জাবের ইনিংস। বাংলার হয়ে অধিনায়ক সন্দীপ্তা পাত্র ২২ রানের ইনিংস খেলার পাশাপাশি ১১ রানে দুই উইকেট নেয়। দেবযানী দাস দুই এবং স্নিগ্ধা বাগ একটি উইকেট নেয়। তবে ৬২ রানের ইনিংসের জন্য অদ্রিজাই ম্যাচের সেরা নির্বাচিত হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মেলবোর্নে নজর কেড়েছে নীতীশের Thaggedhele সেলিব্রেশন, কী প্রতিক্রিয়া দিল পুষ্পা সিনেমার দল?