মুম্বই: গোটা কেরিয়ারে যা হয়নি, ক্রিকেট জীবনের সায়াহ্নে এসে সেই অভিজ্ঞতাই হল বিরাট কোহলির। পরপর দুই ওয়ান ডে ম্যাচে শূন্য রানে ফিরলেন কিংগ কোহলি (Virat Kohli)। অস্ট্রেলিয়ার মাটিতে ব্যর্থতার যে ছবি দেখে অনেকেই জল্পনা শুরু করেছেন, কেরিয়ারে ইতি টানতে চলেছেন কোহলি!
ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ (Former India cricketer Mohammed Kaif) বিশ্বাস করেন, এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব কোহলির। তবে তাঁকে আরও ম্যাচ খেলতে হবে। শ্রেয়স আইয়ারকে উদাহরণ করতে বলছেন কাইফ। যেভাবে ফর্মে ফিরতে ঘরোয়া ক্রিকেট খেলেছেন শ্রেয়স, তা দেখে খুশি কাইফ। দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কোহলিরও ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে তৈরি রাখা উচিত বলেই মনে করেন কাইফ। ৩৬ বছরের বিরাটের শ্রেয়সকে দেখে শেখা উচিত বলেও মন্তব্য তাঁর।
কাইফ বলেছেন, 'আমি সম্প্রতি শ্রেয়সের সঙ্গে দেখা করেছি। ওর স্টান্স ও ছন্দ নিয়ে কথা হয়েছে। লাল বলের ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছে এবং শুধু সীমিত ওভারের ক্রিকেটেই খেলবে। টি-২০ ক্রিকেটেও খেলছে না। তার পরেও এরকম ছন্দে ব্যাট করার কারণ কী ওর কাছে জানতে চেয়েছিলাম। ও মানসিকভাবে পরিষ্কার। ওর নিজের খেলাটা বোঝে। মনকে বেঁধে ফেলেছে। ইন্ডিয়া এ ম্যাচগুলিতেও খেলেছে ও। আমি তাই বলছি বিরাট ও রোহিতেরও সেটা ভেবে দেখা উচিত।'
কাইফ আরও বলেন, 'ম্যাচের মধ্যে রয়েছে বলে আইয়ার এত ভাল ব্যাট করছে। ওকে দেখে মনেই হয়নি ক্রিকেটের বাইরে রয়েছে। যেটা বিরাটকে লাগছে এই মুহূর্তে। বিরাটকে দেখে মনে হচ্ছে ছন্দ হাতড়ে বেড়াচ্ছে। আইয়ার যে নিয়মিত ম্যাচ খেলছে সেটা ওর খেলা থেকে ফুটে উঠছে।'
এরই মাঝে কোচের সঙ্গে কোহলির নতুন করে বিবাদ শুরু হয়েছে কি না, তা নিয়েও চলছে জল্পনা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ওয়ান ডে ম্য়াচে হার, বিরাটের নিজের ব্য়াটিং ব্যর্থতা, সবকিছুর পর এমনটাই স্বাভাবিক যে, সিনিয়র প্লেয়ার হিসেবে বিরাট ও কোচ গৌতম গম্ভীর ব্যাটিং নিয়ে আলোচনা করবেন। কিন্তু এমনটা একবারও হয়নি। এমনকী দ্বিতীয় ওয়ান ডে-র পরও। অ্য়াডিলেডেও শূন্য রানে আউট হয়েছেন কোহলি। রোহিত শর্মা ও কোহলিকে একসঙ্গে আলোচনা করতে। নেটে ব্য়াটিং করতে দেখা গিয়েছে। তরুণ ক্রিকেটারদের টিপস দিতেও দেখা গিয়েছে। এমনকী মাঠে শুভমন গিলের সঙ্গেও অনেকবার কথা বলেছেন বিরাট ও রোহিত। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকেও অনেক কিছু বলতে দেখা গিয়েছে। এখন এটাই প্রশ্ন উঠছে যে তাহলে কি ফের একবার ২ সিনিয়র ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে গম্ভীরের?