সিডনি: অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে সিরিজে দলে থাকলেও নেতৃত্বভার হারিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। আবার দলে ফিরেছেন বিরাট কোহলিও (Virat Kohli)। নেতৃত্বে যদিও তরুণ শুভমন গিল (Shubhman Gill)। এই পরিস্থিতিতে কতটা প্রভাব মাঠে পড়বে গিলের? প্রাক্তন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ মনে করেন দুই অভিজ্ঞ তারকার উপস্থিতিতে কোথাও না কোথাও একটু শান্তই থাকবেন নতুন ভারত অধিনায়ক।
আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে ২০২১ এর টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক বলছেন, ''আমার মনে হয় ইংল্যান্ডের মাটিতে যে টেস্ট সিরিজে গিল নেতৃত্ব দিয়েছিল, সেখানে ওর হাতে কোনও তেমন বিকল্প ছিল না, যার থেকে সেভাবে পরামর্শ নেবে। ও নিজেই মাঠে সিদ্ধান্ত নিয়েছে। আর দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে মাঠে।''
এরপরই ফিঞ্চ আরও বলেন, ''কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট ও রোহিত থাকবে। এর ফলে মাঠে কিছুটা স্থিরতা দেখা যেতে পারে গিলের থেকে। ওঁদের থেকে পরামর্শ নেওয়ার সুযোগও পাবে গিল। মাঠে ও মাঠের বাইরে গিলকে সঠিক দিক দেখানোর জন্য দুজন অভিজ্ঞ প্লেয়ার থাকছেন। কারণ বিরাট ও রোহিত দীর্ঘসময় ধরে ভারতীয় ক্রিকেটের সঙ্গে জড়িয়ে রয়েছে।''
ফিঞ্চ ২০১৯ বিশ্বকাপের উদাহরণ টেনে এসেছেন। তিনি মনে করছেন যে ধোনি যেমন বিরাটের নেতৃত্বে সেই বিশ্বকাপে খেলেছিলেন, ঠিক তেমনই এবার গিলের নেতৃত্বে রোহিত ও বিরাট খেলবেন। ২০২৭ বিশ্বকাপেও রো-কো কে দেখা যাবে বলেই আশাবাদী প্রাক্তন অজি অধিনায়ক।
অধিনায়ক হিসেবে প্রথম ওয়ান ডে সিরিজ হারবেন গিল?
অ্য়ারন ফিঞ্চ মনে করেন অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজ হারবেন শুভমন গিল। তিনি বলেন, ''ভারতের বিরুদ্ধে সিরিজ সবসময়ই দুর্দান্ত হয়ে থাকে। বিরাট কোহলিকে আরও একবার অস্ট্রেলিয়ায় দেখা যাবে। আশা করি নিজের শেষ অস্ট্রেলিয়া সফরে নিজের সেরাটা দেবে বিরাট। খাতায় কলমে দুটো দলই একে অপরকে হাড্ডাহাড্ডি চ্য়ালেঞ্জের মুখেই ফেলবে। কিন্তু আমি তবুও অস্ট্রেলিয়ার সমর্থনেই কথা বলব। অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে সিরিজ জিতবে।''
২৬ বছর বয়সি তরুণ ভারতীয় ব্যাটারের প্রশংসা করে ফিঞ্চ বলেন, ''শুভমন অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে আইপিএলে বেশ কয়েক বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন। আমি নিশ্চিত এই সিরিজেও ও নেতৃত্বে ছাপ রাখবে।''
উল্লেখ্য, আগামী ১৯ অক্টোবর থেকে শুরু ওয়ান ডে সিরিজ। তিনটি ওয়ান ডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দু দল।