পারথ: আগামীকাল ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ওয়ান ডে সিরিজ। পারথে প্রথম ওয়ান ডে ম্য়াচে মুখোমুখি হবে শুভমন গিলের (Shubhman Gill) ভারত ও মিচেল মার্শের অস্ট্রেলিয়া। বিরাট কোহলি ও রোহিত শর্মা জাতীয় দলের জার্সিতে ওয়ান ডে ফর্ম্য়াটে খেলবেন। তাঁদের ২ জনকে দেখার জন্যই মূলত মাঠ ভরাবেন ক্রিকেট প্রেমীরা। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের আগে এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বিরাট ও রোহিতের। কিন্তু ২২ গজে আদৌ কি বল গড়াবে? পারথের আবহাওয়ার পূর্বাভাস কী বলছে? দেখে নেওয়া যাক - - -

Continues below advertisement

রবিবার ছুটির দিন। খেলা দেখার জন্য নিঃসন্দেহে মাঠ ভরাবেন ক্রিকেটপ্রেমীরা। আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্য়াচের আগের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খেলার দিনও আকাশ মেঘাচ্ছন্ন থাকার কথা। তবে মাঝে মধ্যে রোদের ঝলক দেখা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ান ডে ম্য়াচের আগের দিন যদি অতিরিক্ত বৃষ্টি হয়, তবে কিন্তু ম্য়াচেও তার প্রভাব পড়তে পারে।

Continues below advertisement

অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলি ও রোহিত শর্মা শেষবারের জন্য নামতে চলেছেন। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন ২ জনেই। এমনটাও শোনা যাচ্ছিল যে তারকা ২ ব্যাটার না কি এই সিরিজের পর অবসর নিয়ে নিতে পারেন। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বিসিসিআইয়ের সহ সভাপতি। রাজীব শুক্ল আরও বলছেন, "এমনটা শোনা যাচ্ছে যে বিরাট ও রোহিতের না কি এটাই শেষ সিরিজ। কিন্তু আদৌ সেরকম কোনও বিষয়ই নেই। আর সবচেয়ে বড় কথা অবসর নেওয়ার পুরো সিদ্ধান্তটাই তাঁদের নিজেদের ওপর থাকে। তাই এটাই ওদের শেষ সিরিজ, এমনটা বলা পুরো ভুল।''

জাতীয় দলে দুজনের ফিরে আসাটা কোথাও না কোথাও জাতীয় দলের শক্তি বাড়বে বলেই মনে করেন রাজীব শুক্ল। তিনি বলেন, ''এটা আমাদের কাছে খুবই ভাল খবর। দুজনই সর্বকালের সেরা ব্যাটারদের মধ্যে পড়েওদের উপস্থিতিতে নিঃসন্দেহে দলের ব্যাটিং লাইন আপ অনেক বেশি শক্তিশালী হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল ভাল পারফর্ম করবে।"

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের এই সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ২ ম্য়াচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল শুভমন গিলের দল।