মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে এই ফর্ম্য়াটে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। এরপর থেকে ভারতীয় ক্রিকেটের বিভিন্ন ব্যক্তিত্বরা নানা কথা বললেও নিজে তা নিয়ে মুখ খোলেননি হিটম্য়ান। অবশেষে মুম্বইয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে রোহিত শর্মা প্রথমবার মুখ খুললেন নিজের ক্যাপ্টেন্সি হারানো ও আসন্ন অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে সিরিজ নিয়ে। 

Continues below advertisement

রোহিত বলছেন, ''আমি ভারতীয় দলকে ভালবাসি। দলের সতীর্থদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি আমি।'' ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বকালের সেরা ব্যাটারদের অন্য়তম রোহিত। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডে ফর্ম্য়াটে ২৭৩ ম্য়াচে ২৬৩ ইনিংস খেলে ১১,১৬৮ রান ঝুলিতে পুরে নিয়েছেন হিটম্যান। ৩২টি সেঞ্চুরি ও ৫৮টি অর্ধশতরান করেছেন হিটম্য়ান।

ওয়ান ডে ফর্ম্য়াটে অস্ট্রেলিয়ার মাটিতে রোহিতের রেকর্ডও বেশ ঈর্ষণীয়। ৩০ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ১৩২৮ রান করেছেন রোহিত ৫৩ গড়ে। এই ফর্ম্য়াটে পাঁচটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতরান ঝুলিতে পুরেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। অজি ভূমিতে রোহিতের ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১৭১।

Continues below advertisement

উল্লেখ্য, রোহিত শর্মার কয়ে মাসের ব্যবধানে জোড়া আইসিসি ট্রফি জয়ের পরেও অধিনায়কত্ব হারানো নিয়ে চারিদিকে তোলপাড়। তবে প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা কিন্তু এই সিদ্ধান্তে খুব ভুল কিছু দেখছেন না। রোহিতের বয়সের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'সত্যি কথা বলতে ২০২৭ বিশ্বকাপের সময় রোহিত শর্মার বয়স ৪১ হয়ে যাবে। বাস্তবটা মেনে নিতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে গিল কেমন পারফর্ম করে সেটাই দেখার।'

রোহিত অস্ট্রেলিয়া সফরে যদিও রেকর্ডের সামনে রয়েছেন। বর্তমানে শাহিদ আফ্রিদি ৩৫১টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় শিখরে রয়েছেন। তবে রোহিতের কাছে সেই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি তিনি দ্রুততম হিসাবেও ৩৫০টি ছক্কা হাঁকানোর কৃতিত্ব গড়তে পারেনআফ্রিদি ৩৯৮টি ম্যাচ খেলে মোট ৩৫০টি ছয় মেরেছিলেনরোহিত তাঁর থেকে অনেক কম, মাত্র ২৭৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছেনরোহিত এমনিতেই তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৬৩৭টি ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছয় মারার রেকর্ডের মালিকএবার তাঁর সামনে ওয়ান ডেতেও সেরার শিরোপা অর্জনের সুযোগ রয়েছে।

রোহিতের নেতৃত্বে ওয়ান ডে ফর্ম্য়াটে শেষবার ভারত খেলতে নেমেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যার ফাইনালে নিউজিল্য়ান্ডকে হারিয়ে খেতাব জিতে নেয় ভারত। এর আগের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত রোহিতের নেতৃত্বে।