মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করা হল শনিবার। টি-টোয়েন্টি সিরিজে কোনও বড় চমক না থাকলেও ওয়ান ডে সিরিজের স্কোয়াডে বেশ কয়েকটি বদল করা হয়েছে। তার মধ্যে অন্য়তম রোহিত শর্মার নেতৃত্বভার হারানো। হিটম্য়ানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল। তাঁর পরিবর্তে শুভমন গিলকে নেতৃত্বভার দেওয়া হয়েছে। একই সঙ্গে রবীন্দ্র জাডেজা ও মহম্মদ শামির মত ২ তারকা ক্রিকেটারকে বাদ দেওয়া হল ফের একবার ওয়ান ডে স্কোয়াড থেকে।

Continues below advertisement

বিরাট ও রোহিত ২ অভিজ্ঞ ব্য়াটারকে জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়েছে। কিন্তু জাডেজা ও শামিকে ব্রাত্যই রাখা হল। চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় স্কোয়াডের সদস্য ছিলেন ২ জনেই। কিন্তু এবার আর ওয়ান ডে ফর্ম্যাটের জাতীয় দলে রাখা হল না তাঁদের। জাডেজা তো চলতি ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে দলের সহ অধিনায়কও। এমনকী আমদাবাদ টেস্টে ব্যাট হাতে শতরানও হাঁকিয়েছেন প্রথম ইনিংসে। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য় নিজেকে তৈরি করেছিলেন জাডেজা। আমদাবাদ টেস্টের পর সাংবাদিক বৈঠকে এসে জাডেজা বলেন, ''আমি নিজের ব্যাটিং নিয়ে আরও পরিশ্রম করেছিলাম। দু মাসের বিশ্রাম ছিল। নিজের ফিটনেস নিয়েও খেটেছি প্রচুর। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে স্কিল ও ফিটনেস নিয়ে লড়েছিলাম।''

Continues below advertisement

শামিকে নিয়ে কথা বলতে গিয়ে নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকর বলেন, ''শামি কি করতে পারে, তা আমরা সবাই জানি। কিন্তু ও শেষ কয়েক বছরে খুব বেশি ক্রিকেট খেলেনি। ও দলীপ ট্রফি খেলেছে। বাংলার বিরুদ্ধে একটি ম্য়াচে শামি খেলেছে। দলীপ ট্রফিতে একটি ম্য়াচে খেলেছে। কিন্তু গত ২-৩ বছরে খুব বেশি ক্রিকেট শামি খেলেনি। ওকে ঘরোয়া ক্রিকেট খেলে জাতীয় দলে ফিরতে হবে।''

এদিকে প্রত্যাশামতই জাতীয় দলে ওয়ান ডে ফর্ম্য়াটে ফিরলেও নিজের নেতৃত্ব হারালেন রোহিত শর্মা। সেই চ্যাম্পিয়ন্স ট্রফি রো-কো জুটিকে শেষবার খেলতে দেখা গিয়েছিল। দুই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার তারপর থেকে তাঁরা আর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননিআইপিএলের পর কোনও পেশাদার ম্যাচও খেলতে দেখা যায়নি তাঁদের। বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ় পিছিয়ে যাওয়ায় তাঁদের জাতীয় দলে কামব্যাকও পিছিয়ে যায়অস্ট্রেলিয়া সফরে তাঁদের দেখার সম্ভাবনা ছিল। হলও তাই। দুইজনেই জাতীয় দলে ফিরলেন। তবে অধিনায়কত্ব হারালেন রোহিত শর্মা। তাঁর বদলে শুভমন গিলকে দলের নতুন অধিনায়কশ্রেয়স আইয়ারকে দলের সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছে