অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার (India vs Australia) মাটিতে ভিনদেশি ক্রিকেটারেরা খেলতে যাওয়া মানেই চিরাচরিতভাবে ধেয়ে আসবে অস্ট্রেলীয় ক্রিকেটারজদের কুখ্যাত স্লেজিং। ভারতীয় ক্রিকেটারদেরও যা বরাবর হজম করতে হয়েছে। কখনও 'চিন মিউজিকের' হুমকি, কখনও পেসের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের দুর্বলতা নিয়ে টিপ্পনি।


কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলীয় ক্রিকেটারদের স্লেজিং করছেন এক ভারতীয় ক্রিকেটার? তাও যিনি ভারতের জার্সিতে প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলছেন?


এমনই অভাবনীয় কাণ্ড ঘটিয়ে বসেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। পারথে ভারতের জয়ের অন্যতম কাণ্ডারি। দ্বিতীয় ইনিংসে যশস্বীর দুরন্ত সেঞ্চুরিই ভারতকে চালকের আসনে বসিয়ে দিয়েছিল। সেই যশস্বীর স্লেজিংয়ের গল্প শুনিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার নাথান লায়ন।


অজি স্পিনার জানিয়েছেন, পারথে প্রথম টেস্টে তাঁকেও স্লেজিং করতে পিছপা হননি তরুণ যশস্বী। বর্ডার-গাওস্কর ট্রফির যে ম্যাচে অস্ট্রেলিয়ারে ২৯৫ রানে হারিয়েছিল ভারত। সিরিজে ১-০ এগিয়েও গিয়েছে টিম ইন্ডিয়া। 


আরও পড়ুন: ইডেনে প্রবেশে কড়াকড়ি! আটকে গেলেন জেলা প্রতিনিধি, নিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ সদস্যরা



অ্যাডিলেডে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট হবে গোলাপি বলে, দিন-রাতের। সেই ম্যাচের আগে ৩৭ বছর বয়সী লায়ন জানিয়েছেন, বয়স নিয়ে তাঁকে খোঁচা দিয়েছেন যশস্বী। লায়নের কথায়, 'তরুণ জয়সওয়াল আমাকে বলেছিল, হ্যাঁ, তুমি মহান ক্রিকেটার, তবে তুমি বুড়ো হয়ে গিয়েছো। আমি যখন বল করছিলাম, তখন এই কথা বলেছিল ও। ও তখন ১২০ মতো রান করে ব্যাট করছিল। তবে হ্যাঁ, খুব মজা হয়েছে। আমি সেটা ওকে বলেওছিলাম।'            

 

শ্যেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার পর টেস্টে অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি লায়ন। পারথ টেস্টে মিচেল স্টার্ককেও স্লেজিং করেছিলেন যশস্বী। তার আগে ব্যাটিং করার সময় স্টার্ক হর্ষিত রানাকে বলেছিলেন, 'আমি তোমার থেকে অনেক জোরে বল করি। আমার স্মৃতি খুব টাটকা।' আইপিএলে গত মরশুমে স্টার্কের সঙ্গে একই দলে, কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন হর্ষিত। তাই খুনসুটি। যদিও সতীর্থের হয়ে জবাব দেন যশস্বী। ব্যাটিং করার সময় স্টার্ককে তিনি বলেন, 'তোমার বল খুব মন্থর গতিতে আসছে।'

 

আরও পড়ুন: হার্দিকের নেতৃত্বে খেলবেন তিন অধিনায়ক! কেমন দল গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স? রইল ঝলক








আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।