মুম্বই: আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্য়াচের ওয়ান ডে ও পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা ও বিরাট কোহলি দুই অভিজ্ঞ ক্রিকেটারকেই ওয়ান ডে সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে। এটাই হয়ত অস্ট্রেলিয়ার মাটিতে দুজনেরই শেষ ওয়ান ডে সিরিজ।
রোহিতের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে মুম্বইয়ের শিবাজি পার্ক ও আজাদ ময়দানে অনুশীলন সারছেন প্রাক্তন ভারত অধিনায়ক। নেটে বেশ স্বমহিমায় দেখা গেল হিটম্য়ানকে। বাউন্ডারি ও ছক্কা হাঁকাতে দেখা গেল এক নাগাড়ে। সোশ্য়াল মিডিয়ায় যে ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে রোহিতক টানা ছক্কা হাঁকাতে।
শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে রোহিতকে দেখা গিয়েছিল ভারতীয় দলের জার্সিতে। সেবার অধিনায়ক ছিলেন তিনি। ক্য়াপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাবও জিতেছিলেন। অস্ট্রেলিয়া সিরিজেও ওয়ান ডে-তে রোহিতকেই হয়ত ওপেনিং স্লটে দেখা যাবে। শুধু এবার তিনি ক্যাপ্টেন হিসেবে থাকছেন না। তাঁকে সরিয়ে শুভমন গিলকে ওয়ান ডে ফর্ম্য়াটেও জাতীয় দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কুড়ির ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন। চলতি বছর আইপিএলের মাঝে ইংল্যান্ড সফরের আগে টেস্ট ফর্ম্য়াট থেকেও সরে দাড়ান। এরপরই ওয়ান ডে ফর্ম্যাটে রোহিতের নেতৃত্ব কেড়ে নেওয়া হয়। সূত্রের খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পর ঘরোয়া ক্রিকেটেও খেলতে দেখা যাবে ২ জনকে। বিজয় হাজারে ট্রফিতে কয়েকটি ম্য়াচ হয়ত খেলবেন বিরাট ও রোহিত। আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ রয়েছে। তার আগে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারেন ২ জনে।
২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে। সেই বিশ্বকাপে ২ জনেই খেলতে ইচ্ছুক। কিন্তু তার জন্য ঘরোয়া ক্রিকেটে ২ তারকাকে খেলার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলতে হয়, তাহলে ২ অভিজ্ঞ ব্যাটারকেই নিজেদের ঘরোয় ক্রিকেটে খেলে ম্য়াচ ফিট রাখতে হবে।
বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, ''আগামী ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওয়ান ডে ও নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচ রয়েছে ১১ জানুয়ারি। অর্থাৎ পাঁচ সপ্তাহ সময় রয়েছে। বিজয় হাজারে ট্রফি ২৪ ডিসেম্বর থেকে শুরু। মুম্বইয়ের ৬টি রাউন্ড ম্য়াচ রয়েছে। ডিসেম্বরের ২৪, ২৬, ৩১ ও জানুয়ারির ৩, ৬, ৮ ম্য়াচ রয়েছে মুম্বইয়ের। রোহিত তিন-চারটি ম্য়াচ খেলতে পারেন। বিরাটের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। সেক্ষেত্রে কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য রোহিত ও বিরাটের নাম বিবেচনা করা হবে।''