অ্যান্টিগা: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতের (India vs Australia) গ্রুপের লড়াই কিন্তু জমে উঠেছে। রোহিত শর্মারা সেমির জায়গা প্রায় পাকা করে ফেলেছে। শুধু আজকের ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতলেই গ্রুপ শীর্ষে থেকেই তারা পাকাপাকিভাবে শেষ চারে জায়গা করে নেবে। কিন্তু অস্ট্রেলিয়ার জন্য পরিস্থিতি একটু চাপের। আফগানিস্তানের বিরুদ্ধে হার তাদের কাছে ভারত ম্য়াচ মরণ-বাঁচন করে দিয়েছে। কিন্তু ম্য়াচ যদি না হয়। যদি বৃষ্টির জন্য ম্য়াচ ভেস্তে যায়, তাহলে কী হবে? সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে খেলা। আর সেখানকার আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি হতে পারে ম্য়াচে। সেক্ষেত্রে কিন্তু সব হিসেব নিকেষ বদলে যাবে। চাপ হয়ে যাবে ক্যাঙ্গারু বাহিনীর জন্য। 


গ্রুপ ২-তে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ। এর মধ্যে একমাত্র সবচেয়ে কম সুযোগ সেমিতে যাওয়ার নাজমুল হোসেন শান্তদের। কারণ তারা এখনও পর্যন্ত কোনও ম্য়াচ জেতেনি। ভারত পরপর দুটো ম্য়াচ জিতেছে। অস্ট্রেলিয়া ও আফগানিস্তান একটি করে ম্য়াচ জিতে পয়েন্ট টেবিলে দুই ও তিনে আছে। রান রেটে অজিরা এগিয়ে আফগানদের থেকে। সেন্ট লুসিয়ার আবহাওয়া বলছে সেখানে ভারীমাত্রায় বৃষ্টি হতে পারে। এমনকী অনেকক্ষণ পর্যন্ত বৃষ্টি স্থায়ীও হতে পারে। খেলা শুরু করা গেলেও কত ওভার খেলা হবে, তা নিয়েও সন্দেহ রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে প্রায় ৭০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ৪০ ওভারের পুরো ম্য়াচ যে কোনও ভাবই সম্ভব নয়, তা এখনই বলে দেওয়া যায়। এমনকী ঝড়বৃষ্টিও হতে পারে ম্য়াচের মাঝে। তাই যদি ম্য়াচ ভেস্তে যায়, সেক্ষেত্রে পয়েন্ট ভাগ হয়ে যাবে। আর তখন সুবিধে হয়ে যেতে পারে আফগানিস্তানের। 


আফগানিস্তানের শেষ ম্য়াচ বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্য়াচে বাংলাদেশকে হারালেই সেক্ষেত্রে পয়েন্টের বিচারে দ্বিতীয় স্থানে উঠে চলে আসবে রশিদ খানের দল। তবে সেক্ষেত্র  আফগানদের পুরো দুই পয়েন্টই পেতে হবে। কোনওভাবেই পয়েন্ট ভাগাভাগি হলেও নেট রান রেটে আবার অস্ট্রেলিয়া চলে যাবে সেমিফাইনালে। 


অন্য় গ্রুপ থেকে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা শীর্ষে থেকে সেমিতে জায়গা পাকা করে নিয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থেকে সেমিতে জায়গা করেছে ইংল্যান্ড দল। আজ ওয়েস্ট ইন্ডিজকে প্রোটিয়ারা ৩ উইকেটে হারিয়ে দেওয়ার পরই এই গ্রুপের সেমিতে যাওয়ার দুটো দল নিশ্চিত হয়ে যায়।