মুম্বই: প্রায় এক বছরের মাথায় ২২ গজে ফিরে রঞ্জিতে ৭ উইকেট নিয়েছিলেন। বর্ডার গাওস্কর ট্রফিতেও (Border Gavaskar Trophy) তাঁকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে চারিদিকে। কিন্তু মহম্মদ শামিকে (Mohammed Shami) কি আদৌ পাওয়া যাবে আসন্ন চার ম্য়াচে? চোট সারিয়ে ফেরার পরই মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুরন্ত পারফরম্য়ান্স। এই মুহূর্তে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন শামি। সূত্রের খবর, বর্ডার গাওস্কর ট্রফিতে চার ম্য়াচে শামিকে খেলানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড। এমনকী দ্রুত তাঁকে অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়ার বিষয়েও কিছু ভাবা হচ্ছে না। সেক্ষেত্রে আগামী চার ম্য়াচেও বাংলার তারকা পেসারকে জাতীয় দলের জার্সিতে দেখতে পাওয়ার সম্ভাবনা কিন্তু কমই বলা চলে।


বাংলার জার্সিতে এই মুহূর্তে মুস্তাক আলিতে দুটো ম্যাচে খেলেছেন চলতি মরশুমে শামি। চার উইকেটও ঝুলিতে পুরেছেন তারকা পেসার। পাঞ্জাবের বিরুদ্ধে টুর্নামেন্টে বাংলার প্রথম ম্য়াচে ৪ ওভারে ৪৬ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন। হায়দরাবাদের বিরুদ্ধে ৩.৩ ওভারে ২১ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন। জানা গিয়েছে, বিসিসিআই ও টিম ম্যানেজমেন্ট পারথে প্রথম টেস্টে ভারতীয় পেসারদের পারফরম্য়ান্স সন্তুষ্ট। তাই আলাদা করে শামিকে নিয়ে এখনই কিছু ভাবা হচ্ছে না। বিসিসিআই সূত্র জানিয়েছেন, ''শামিকে অস্ট্রেলিয়য় পাঠানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই নিয়ে কোনও আলোচনাও হয়নি। এই মুহূর্তে অনেকেই দলের সঙ্গে অজি সফরে গিয়েছে। পারথে যারা মাঠে নেমেছিল, তারা প্রত্যেকেই দুর্দান্ত পারফর্ম করেছে।''


প্রথম টেস্টে ২৯৫ রানের বিশা ব্য়বধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। বুমরার নেতৃত্বাধীন ভারতীয় দলে পেসাররা মোট ১৮ উইকেট নিয়েছেন ম্য়াচে। তার মধ্যে বুমরা একাই ৮ উইকেট নিয়েছিলেন। ৫ উইকেট নিয়েছিলেন সিরাজ। ৪ উইকেট নিয়েছিলেন নবাগত হর্ষিত রানা ও ১ উইকেট অভিষেক হওয়া নীতিশ রেড্ডির।




গত আইপিএল পর্যন্ত গুজরাত টাইটান্সের সদস্য ছিলেন মহম্মদ শামি। ২০২৩ মরশুমে টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারি হয়েছিলেন শামি। কিন্তু চোট আঘাত বারবার তাঁর করিয়ারে ব্যাঘাত তৈরি করেছে। নিলামের টেবিলে গুজরাত টাইটান্স শামির জন্য আরটিএম কার্ডও ব্য়বহার করেনি। নিলামের টেবিলে কেকেআর ও সিএসকে শামিকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল। কিন্তু শেষ পর্য়ন্ত ১০ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েছেন সামি।


আরও পড়ুন: প্রস্তুতি ম্য়াচে খেলবেন না, অ্য়াডিলেড টেস্ট থেকেও কি ছিটকে গেলেন গিল?