সিডনি: প্রথম দুটো ওয়ান ডে ম্য়াচে ওপেনিংয়ে নেমে বড় ইনিংস খেলতে পারেননি। তৃতীয় ওয়ান ডে-তেও ভাল শুরু করেছিলেন। কিন্তু ২৫ বলে দ্রুত ২৯ রান করার পরেই প্যাভিলিয়ন ফিরতে হয়েছে। তবে এরই মধ্যে স্টিভ স্মিথকে টেক্কা দিয়ে দিলেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়ান ডে ফর্ম্য়াটে দ্রুততম ৩ হাজার রান করার নজির গড়লেন তারকা অজি ওপেনার। নিজের ৭৬ তম ইনিংসে খেলতে নেমে তিন হাজার রান পূরণ করার নজির গড়লেন ট্রাভিস হেড। সিডনিতে নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি হাঁকান হেড।

Continues below advertisement

৩১ বছরের হেড টেক্কা দিলেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথকে। যিনি এতদিন অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়ান ডে ফর্ম্য়াটে দ্রুততম তিন হাজার রানের মালিক ছিলেন। স্মিথ এতদিন তালিকায় শীর্ষে ছিলেন। তিনি নিজের ৭৯ তম ওয়ান ডে ইনিংসে এসে তিন হাজার রান পূরণ করেছিলেন। তালিকায় তৃতীয় স্থানে আছেন মাইকেল বেভান ও জর্জ বেইলি। দুজনেই ৮০ তম ইনিংসে এসে ওয়ান ডে ফর্ম্য়াটে তিন হাজার রান করেছিলেন।

বল খেলার নিরিখে ট্রাভিস হেড মোট ২৮৩৯ বল খেলেছেন। ইংল্যান্ডের জেসন রয় ২৮২০ বল খেলছিলেন। জস বাটলার ২৫৩৩ বল খেলেছিলেন। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্য়াক্সওয়েল ২৪৪০ বল খেলেছিলেন। সিডনিতে ২৯ রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে হেডের রান সংখ্য়া হল যথাক্রমে ৭৯। মোট ওয়ান ডে ফর্ম্য়াটে রান সংখ্যা দাঁড়াল ৩০০৭। 

Continues below advertisement

উল্লেখ্য, সিডনির ম্য়াচ মূলত নিয়মরক্ষারসিরিজ আগেই জিতে নিয়েছে অজি বাহিনী। ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতা প্রকট করে দিয়েছেন মিডিয়াম পেসার জশ হ্যাজলউডঅ্যাশেজের আগে যা অস্ট্রেলিয়া শিবিরকে স্বস্তি দেবে। বিরাট কোহলি পরপর দুই ম্যাচে শূন্য। প্রথম ম্যাচে রোহিতেরক ব্যর্থতা ভুগিয়েছে ভারতকে। দ্বিতীয় ম্য়াচে অবশ্য রান পেয়েছেন রোহিত। তহে তা দলকে জেতানোর মতো যথেষ্ট ছিল না। ওপেনার হিসাবে সুযোগের অপেক্ষায় রয়েছেন যশস্বী জয়সওয়াল। টানা ব্যর্থতা মানে যশস্বীর সামনে খুলে যেতে পারে একাদশের দরজা।

হার্দিক পাণ্ড্যর না খেলতে পারাও ফারাক গড়ে দিচ্ছে। নীতীশ কুমার রেড্ডিকে পেসার-অলরাউন্ডার হিসাবে ব্যবহার করা হলেও তিনি আহামরি কিছু করতে পারেননি প্রথম দুই ম্যাচে। এর ওপর আবার চোটের জন্য নীতীশ ছিটকেও গিয়েছেন তৃতীয় ওয়ান ডে ম্য়াচ থেকে। তবে কুড়ির ফর্ম্য়াটে লড়াইয়ে নামার আগে এই ম্য়াচে জিততে মরিয়া থাকবে গিল বাহিনী।