সিডনি: ওয়ান ডে ফর্ম্যাটে ২০২৭ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখাটা যে তাঁর ফ্লুক না, তা আরও একবার নিজের ব্য়াটিংয়ে প্রমাণ করে দিলেন রোহিত শর্মা। অ্য়াডিলেডের পর সিডনিতেও রোহিতের ব্যাট থেকে এল ঝকঝকে অর্ধশতরান। আর শুধু অর্ধশতরানই নয়, ব্যাট হাতে আরও একটা নজির গড়লেন হিটম্য়ান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্য়াটে আড়াই হাজার রানের মালিক হয়ে গেলেন রোহিত। ৬৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। 

Continues below advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্য়াটে সবচেয়ে বেশি রানের মালিক ভারতীয়দের মধ্যে সচিন তেন্ডুলকর। তিনিই প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে অজিদের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে আড়াই হাজার রান পূরণ করেছিলেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে সেই তালিকায় নাম লেখালেন রোহিত। এদিকে, ওয়ান ডে ফর্ম্য়াটে সপ্তম ভারতীয় হিসেবে ১০০ ক্যাচ ধরার কৃতিত্ব অর্জন করলেন রোহিত শর্মা।

দুটো ক্যাচ লুফেছেন রোহিত শর্মা তৃতীয় ওয়ান ডে ম্য়াচে। ৩৮ বছরের তারকা ব্যাটারের আগে এই তালিকায় ছিলেন বিরাট কোহলি (১৬৪ ক্যাচ), সচিন তেন্ডুলকর (১৪০ ক্যাচ), রাহুল দ্রাবিড় (১২৪ ক্যাচ), সুরেশ রায়না (১০২ ক্যাচ) ও সৌরভ গঙ্গোপাধ্য়ায় (১০০ ক্যাচ)।

Continues below advertisement

সিডনি ক্রিকেট গ্রাউন্ড এমনিও রোহিতের পয়া মাঠ। ওয়ান ডে ফর্ম্য়াটে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রানের মালিক রোহিতই। তিনি এখনও পর্যন্ত ৬ ম্য়াচ খেলে ৫ ইনিংসে ৩৩৩ রান করেছেন। সর্বোচ্চ ১৩৩। একটি সেঞ্চুরি ছাড়াও দুটো অর্ধশতরানের ইনিংস খেলেছেন হিটম্য়ানতালিকায় দ্বিতীয় স্থানে আছেন সচিন তেন্ডুলকর। তিনি ৮ ইনিংসে ৩১৫ রান করেছেন। এছাড়া তৃতীয় স্থানে রয়েছেনইনিংসে ২৩৫ রান। এখনও পর্যন্ত সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২৬টি বাউন্ডারি ও ৯টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা।

যদি সব ফর্ম্য়াট মিলিয়ে দেখা যায়, তাহলে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াট মিলিয়ে এই মাঠে এখনও পর্যন্ত রোহিত শর্মা মোট সাতটি অর্ধশতরানের ইনিংস খেলেছেন। টেস্ট ক্রিকেটে দুটো অর্ধশতরান ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দুটো অর্ধশতরানঅস্ট্রেলিয়া শনিবার প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেনসেক্ষেত্রে ভারতীয় দল যখন ব্যাটিং করতে নামবে তখন রোহিতের ব্যাটে আরও একটা বড় ইনিংস দেখার অপেক্ষায় থাকবেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। এখনও পর্যন্ত চলতি সিরিজে রোহিত ২ ম্য়াচে ৮১ রান করেছেন। পারথে প্রথম ম্য়াচে ৮ রানে আউট হলেও দ্বিতীয় ম্য়াচে অ্য়াডিলেডে ৭৩ রানের ইনিংস খেলেছেন।