অ্য়াডিলেড: খারাপ ফর্ম অব্যাহত রোহিত শর্মার (Rohit Sharma)। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছিলেন। এরপর থেকেই যেন ফর্ম হারিয়েছেন ভারত অধিনায়ক। বাংলাদেশ, নিউজিল্যান্ড টেস্ট সিরিজের পর এবার ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) সিরিজেও কামিন্স বাহিনীর বিরুদ্ধেও নিজের প্রথম দুই ইনিংসে পরপর ব্যর্থ হয়েছেন। তাঁর ব্য়াটিংয়ের সমালোচনায় মুখর হয়েছেন সুনীল গাওস্কর থেকে ম্য়াথু হেডেন। শুধু ব্যাট হাতে ব্যর্থতাই নয়, অধিনায়ক হিসেবেও টানা চার ম্য়াচে হারলেন। অ্যাডিলেডে ভারতের ১০ উইকেটে হারের পর এবার রোহিতের নেতৃত্ব নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন মদনলাল।
ইংল্য়ান্ডের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে আক্রমণাত্মক ব্য়াটিং করেছিলেন। ঘরের মাঠে সিরিজ জিতেছিল ভারত। সেই সিরিজের পর থেকেই কেমন যেন চুপ হয়ে গিয়েছে রোহিতের ব্যাট। এক সাক্ষাৎকারে তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলেন, ''রোহিতের ফর্ম নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে। ও একজন টপ ক্লাস প্লেয়ার। কিন্তু দীর্ঘ সময় ধরে রানের মধ্যে নেই ও। যে কোনও ভাবে রানের মধ্যে ওকে ফিরতেই হবে।'' তিনি আরও বলেন, ''ব্যাট হাতে খারাপ ফর্মের প্রভাব অধিনায়কত্বেও পড়ে। হয়ত রানে ফেরাটা একটা ম্য়াচের অপেক্ষা। কিন্তু তবুও রানে তো ফিরতেই হবে। কোন পজিশনে রোহিত ব্যাটিং করছে, তা গুরুত্বপূর্ণ নয়। কত রান দলের জন্য বোর্ডে যোগ করতে পারছে, সেটাই আসল। সমালোচনা একমাত্র রানে ফিরেই তুমি বন্ধ করতে পারবে।''
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে রোহিতের সংগ্রহ ছিল মাত্র ৯১ রান। গড় ছিল মাত্র ১৫.১৭। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজে ৪২ রান করেছেন হিটম্য়ান। গড় ১০.৫০। আর অ্যাডিলেড টেস্টে ২ ইনিংস মিলিয়ে সংগ্রহ ৯। যা একেবারেই রোহিতসুলভ নয়।
গোলাপি বলের টেস্টে ওপেনিং স্লট ছেড়ে নিজে ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু দুটো ইনিংসেই রান পাননি। রোহিত বলছেন, ''গোলাপি বলের টেস্টে অবশ্য়ই কিছুটা সমস্যা তো হয়েই। ছয় নম্বর পজিশনে রাতের বেলা ব্যাট করতে নেমেছিলেন। সাদা রংয়ের সাইড স্ক্রিনের সামনে গোলাপি বলের বিরুদ্ধে লড়াই। চ্যালেঞ্জিং তো অবশ্যই। তবে অস্ট্রেলিয়ায় খেলতে এলে মানসিকভাবে তৈরি থাকতেই হবে, যে কোনও পরিস্থিতিতেই যাতে পারফর্ম করা যায়। এখানে অজুহাতের কোনও জায়গা নেই।''
আগামী ১৪ তারিখ থেকে শুরু বর্ডার গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট। ব্রিসবেনের গাব্বায় হবে সেই ম্য়াচ।
আরও পড়ুন: "নিজের হয়ে কথা ও বলতেই পারে..", বুকে আগলে হেডের পাশেই দাঁড়ালেন কামিন্স